কোভিডের জীবাণু ছড়াচ্ছে লরির চাকায় , ঝাড়গ্রামে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী
বেস্ট কলকাতা নিউজ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন লরির চাকায় কোভিডের জীবাণু ছড়াচ্ছে বলেই। তাই মুখ্যমন্ত্রী পরামর্শ দিলেন বাইরের রাজ্য থেকে আসা লরি ড্রাইভারদের খাবার নিয়ে আসার জন্য। যদি ধাবায় বসে খেতে হয়, সেক্ষেত্রে পুরোপুরি স্যানিটাইজ করার ব্যবস্থা করতে হবে কোভিড বিধি মেনেই। এমনকি প্রশাসনকেই নজরে রাখতে হবে এই পুরো বিষয়টি।
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকের পর বুধবার ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামের কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে এই জেলায় আগে কোভিড আক্রান্তের সংখ্যা কম থাকলেও সংখ্যা বাড়ছে অগস্ট মাস থেকেই। এই জেলায় বর্তমানে ১৮৭ জন অ্যাক্টিভ রোগী রয়েছেন। মুখ্যমন্ত্রী আরও মনে করেন এর জন্য দায়ী একমাত্র বাইরের রাজ্য থেকে আসা লরি গুলিই। তিনি এও বলেন, ‘‘চেন্নাই-মুম্বই থেকে লরি আসে এ রাজ্যে। জীবাণু ছড়াচ্ছে এই লরির চাকায়। যেমন কাপড়জামা, বাজারের থলি থেকে ছড়ায়। তেমন হলে মাঝেমধ্যে করা যেতে পারে চাকার ফরেন্সিক পরীক্ষাও।’