পরিবেশকর্মীরাই রুখে দিলেন গাছ কাটার সব চেষ্টা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : একটি আস্ত নিমগাছ অবশেষে রক্ষা পেল পরিবেশকর্মীদের প্রচেষ্টায়। এমনকি অভিযোগ উঠেছিল উলুবেড়িয়া উপ-সংশোধনাগার সংলগ্ন একটি প্রাচীন নিমগাছে কোপ মারা হচ্ছিল বলে।‘খোলামন’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে আসেন এই ঘটনার খবর পেয়েই ।তাঁরা সঙ্গে সঙ্গে বিষয়টি জানান উলুবেড়িয়ার মহকুমাশাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়কে। জানা গেছে অরণ্যবাবু দ্রুত গাছ কাটার কাজ বন্ধের নির্দেশ দিয়েছে বলেও। সূত্রের খবর, আমফানে বহু প্রাচীন গাছ পড়ে গিয়েছে উলুবেড়িয়া শহরের বিভিন্ন জায়গায়। এমনকি একাধিক গাছ পড়ে যায় উলুবেড়িয়া উপ-সংশোধনাগার চত্বরেও।

তবে সমহিমায় এই প্রাচীন নিম গাছটি একরকম দাঁড়িয়েছিল আস্ফানের দানবীয় তান্ডবকে উপেক্ষা করেই। পরিবেশকর্মীদের আরও অভিযোগ, গাছটিকে কাটা হচ্ছিল অহেতুক ভাবেই।আর তা জানতে পেরেই উলুবেড়িয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সাইদুর রহমান,বিশিষ্ট সমাজকর্মী অজয় দাস,শিক্ষক স্বপন চেটেল,দীপক দাসের মতো পরিবেশ সচেতন নাগরিকরা ছুটে আসেন ঘটনাস্থলে।গাছে কোপ মারা বন্ধ করে দিয়েই মহকুমাশাসকের দরবারে তাঁরা পৌঁছে যান। মহকুমাশাসককে বিষয়টি জানাতেই তিনি ডেকে পাঠান উপ-সংশোধনাগারের জেলারকে।বন্ধ হয় এমনকি গাছে কোপ মারার কাজও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *