কোভিডের বিধি লঙ্ঘন করাটাই দস্তুর হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ দমদমের বাজারে
বেস্ট কলকাতা নিউজ : মাস্কের কোনো বালাই নেই ক্রেতা-বিক্রেতাদের মধ্যে অনেকের মুখেই। দূরত্ব-বিধি মেনে চলা তো এমনকি দূর অস্ত্, বেচা কেনা চলছে এমনকি গায়ে গায়ে দাঁড়িয়েই। দক্ষিণ দমদম পুর এলাকার বিভিন্ন বাজারের এমন ছবি দেখে মনে হতে পারে, কোনও দিনও হয়তো ছিল না ওই এলাকায় করোনার প্রকোপ! ফের করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে দেশে। ইতিমধ্যেই কোথাও লকডাউন কোথাও নৈশ কার্ফু জারি হয়ে গিয়েছে বেশ কিছু শহরে। চিকিত্সক থেকে গবেষকেরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায়। সেই মতো দাবি করা হয়েছে দক্ষিণ দমদম পুর এলাকার বাজারগুলিতে পুরকর্মীরা এখনও কোভিড-বিধি মেনে চলার প্রচার চালাচ্ছেন বলে। কিন্তু প্রচারেই নামমাত্র প্রশাসনিক তত্পরতা। মানুষের বিধি না মানার কথা মেনে নিয়ে পুর কর্তৃপক্ষের দাবি, স্থানীয়দের একটি অংশের হুঁশ ফিরছে না প্রচারের পরেও।