কোভ্যাক্সিন মজুত কলকাতার স্টোরে , বন্টন করা যাচ্ছে না কেন্দ্রের অনুমতি না আসার কারণেই
বেস্ট কলকাতা নিউজ : ইতিমধ্যেই করোনা টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে এ রাজ্যে৷ কিন্তু সেখানে শুধু দেওয়া হচ্ছে কোভিশিল্ড৷ অথচ বাংলায় এসে মজুত হয়ে পড়ে আছে ভারত বায়টেক এর তৈরী কোভ্যাক্সিন এর মতো ভ্যাকসিন, কিন্তু তা মানব দেহে প্রয়োগ করা যাচ্ছে না৷সূত্রের আরও খবর, কোভ্যাক্সিন কাউকে দেওয়া যাচ্ছে না কেন্দ্রের অনুমতি না পাওয়ায় কারণেই৷ এমনকি কোনো ভাবে বন্টনও করা যাচ্ছে না জেলায় জেলায়৷ বর্তমানে তা মজুত রয়েছে বাগবাজার সেন্ট্রাল স্টোরে৷
প্রসঙ্গত, গত শুক্রবার ১ লক্ষ ১২ হাজার ৯৬০ ডোজের টিকা কোভ্যাক্সিন এসেছে এ রাজ্যে। যা তৈরি হয়েছে ভারত বায়োটেক এবং আইসিএমআরের যৌথ গবেষণায়।খবর মিলেছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি টিকার প্রোটোকলই বণ্টন প্রক্রিয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বলেই৷এর আগে মূলত রাজ্যে কোভিশিল্ড এসেছিল দু’দফায়৷ আসার সঙ্গে সঙ্গে তা পৌঁছে দেওয়া হয়েছিল জেলায় জেলায়৷ কিন্তু কোভ্যাক্সিন কলকাতার স্টোরেই পড়ে রয়েছে গত তিন দিন ধরেই৷ মূলত কোভ্যাক্সিন তৈরি হয়েছে ভারত বায়োটেক এবং আইসিএমআরের যৌথ উদ্যোগেই৷