কোরোনায় আক্রান্ত হয়ে ট্যাক্সিচালকের মৃত্যু হল বারাসতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার বারাসতের এক ট্যাক্সিচালকের মৃত্যু হল কোরোনায় আক্রান্ত হয়ে। সোমবার ৫৪ বছরের ওই চালকের মৃত্যু হয় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বারাসত পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের চন্দনহাটির গিরিশ নগর এলাকায় মৃতের বাড়ি বলে জানা গেছে। পরিবার সূত্রে জানা গেছে, কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে মৃতের স্ত্রী ও ছেলেরও। তবে তেমন কোনও উপসর্গ নেই আক্রান্তদের শরীরে। ফলে, এখনও পর্যন্ত তাঁরা রয়েছেন হোম কোয়ারানটিনে।

আরও জানা গেছে বেশ কয়েকদিন ধরেই জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন মৃত ওই ট্যাক্সি চালক। বৃহস্পতিবার তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসার পরই তাঁকে ভরতি করা হয় বারাসত জেলা হাসপাতালে। পরে অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় RG কর হাসপাতালে স্থানান্তরিত করা হয় আক্রান্ত ওই ট্যাক্সি চালককে। সেখান থেকেই তাঁকে রবিবার নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজ ও হাসপাতালে । সোমবারই সেখানেই মৃত্যু হয় তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *