ক্রমশ আকাশছোঁয়া হচ্ছে গ্রীষ্মকালীন সবজির দাম, চরম নাজেহাল এমনকি মধ্যবিত্ত
বেস্ট কলকাতা নিউজ : ইতিমধ্যেই গ্রীষ্মকালীন সবজি এসে গিয়েছে বাজারে। তবে তার দাম বিপুল আকাশছোঁয়া। এমনকি পটল, ভেন্ডি সবকিছুরই মূল্য মধ্যবিত্তের নাগালের বাইরে। তবেএখনও শীতকালীন সবজিও রয়েছে বাজারে। ক্রেতা বিক্রেতা সকলে মনে করছেন যার দাম কিছুটা কমেছে বলেই।
এদিকে মুচিবাজারের এক বিক্রেতা জানান, অনেকটাই কমেছে শীতকালীন সবজির দাম। তবে অনেকটাই বেশি গরমের সবজির দাম। বাজারে নতুন আসায় দাম বেশি রয়েছে বলে জানান তিনি। যার ফলে ক্রেতারা সবজি কিনছেন কম পরিমাণে। মুচিবাজারেরই এক ক্রেতা জানান, গ্রীষ্মকালীন সবজি কিনতে পারছেন না অত্যধিক দামের জন্য। শীতকালীন সবজির দাম কিছুটা কম থাকায় ,শীতের সবজি কিনছেন। লাগামছাড়া দামের ফলে রীতিমত বাজার করতে এসে হিমশিম খেতে হচ্ছে বলেও তিনি জানান।
অন্যদিকে একই চিত্র লক্ষ্য করা গিয়েছে গড়িয়াহাট বাজারেও। বাজার প্রায় লোকশূন্য। গড়িয়াহাট বাজারে প্রতি কিলো সবজির দাম কত জেনে নেওয়া যাক
এঁচোড়-১৫০ টাকা
ভেন্ডি-১৫০ টাকা
পটল-২৫০টাকা
ঝিঙে-৮০ টাকা
লাউ-৩০ টাকা
পেঁপে-৪০ টাকা