ক্রমশ জ্বলছে অন্ধ্রপ্রদেশ! উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দিল মন্ত্রীর বাড়িতে, জখম ২০ পুলিশকর্মী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ :অন্ধ্রপ্রদেশের অমলাপুরম বিক্ষোভের আগুনে জ্বলেছে মঙ্গলবার দিনভর। বিক্ষুব্ধ জনতা অন্ধ্রপ্রদেশের পরিবহণ মন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দিল জেলার নাম বদলের প্রতিবাদে।মন্ত্রী এবং তাঁর পরিবারকে মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনার পর নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হলেও ২০ জন পুলিশকর্মী গুরুতর জখম হয়েছেন তাঁদের বাঁচাতে গিয়ে ।

গত ৪ এপ্রিল কোনাসীমা জেলা তৈরি হয় অন্ধ্রেপ্রদেশের পূর্ব গোদাবরী জেলা ভেঙে । বিতর্কের সূত্রপাত এই কোনাসীমার নাম বদল নিয়েই। প্রশাসনের তরফে কোনাসীমার নাম বিআর আম্বেদকর কোনাসীমা বলে ঘোষণা করা হলে স্থানীয় বাসিন্দারা তার বিরোধিতা শুরু করেন । গত সপ্তাহেই অন্ধ্রের জগন সরকার এ ব্যাপারে একটি প্রাথমিক নির্দেশিকা এনেছিল । একই সঙ্গে নামবদল নিয়ে কোনও রকম আপত্তি থাকলে সরকারকে তা-ও জানাতে বলা হয়েছিল। কিন্তু কোনাসীমার মানুষ সরাসরি পথেই নামে নামবদল নিয়ে আপত্তি তুলে ।একটি সূত্রের খবর, মঙ্গলবার অমলাপুরমে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে শাসক দলের এক বিধায়ক পোন্নাডা সতীশের বাড়িতেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *