ক্রমশ তাপমাত্রার পারদ নামছে হু হু করে , কনকনে শীতের দেখা মিললো বাংলায়
হু হু করে নামছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল। সেই মতোই নিম্নমুখী রাজ্যের তাপমাত্রার পারদ। রাত তো বটেই দিনের তাপমাত্রাতেও লক্ষণীয় পরিবর্তন।
মঙ্গলবার কলকাতার শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১. ৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়াল ১৪.১ ডিগ্রি সেলসিয়াসে।
উত্তরবঙ্গে বৃহস্পতিবার এর পর থেকে তাপমাত্রা নামবে দুই থেকে তিন ডিগ্রি। আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশা (Fog) থাকবে উত্তরবঙ্গে তিন জেলায়। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই তিন জেলায় ঘন কুয়াশার সতর্কতা। আগামী চার-পাঁচ দিন রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশ থাকবে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের তিন জেলায় ঘন কুয়াশার সতর্কতা। আগামী ৪-৫ দিন রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশ থাকবে। উত্তরের হাওয়া থাকবে। বৃহস্পতিবার এর পর থেকে উত্তরে হওয়ার দাপট আরো বাড়বে। এমনকি দিনের বেলাতেও কনকনে শীত অনুভূত হবে।