ঠাকুরনগরে ব্যবসায়ী ও তার ভাইকে ধারালো অস্ত্রের কোপ ভরা বাজারে মধ্যে ! গণপ্রহার এক দুষ্কৃতীকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এ যেন দক্ষিণী ছবির (South Movie) বাস্তবের প্রতিরূপ। ভরা বাজারে ব্যবসায়ী ও তার ভাইকে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ (Stabbed for Death)। এখানেই শেষ নয় কেউ যাতে বাধা হয়ে না দাঁড়ায়, দা উঁচিয়ে রেখে শাসানোর চেষ্টা। ভয়ে দোকান, বাজার শিকেয় তুলে ছোটাছুটি স্থানীয়দের। পরে পুলিস এসে এক অভিযুক্তকে আটক করলে তাকে গণধোলাই এবং গভীর রাতে মৃত্যু মূল অভিযুক্তের। মঙ্গলবার ভরাসন্ধ্যায় ঠাকুরনগর স্টেশন সংলগ্ন বাজারে এমন ঘটনায় বুধবার সকাল পর্যন্ত আতঙ্ক।

সূত্র মারফৎ জানা গিয়েছে, মৃত দুষ্কৃতীর নাম পার্থ সমাদ্দার৷ গণ ধোলাইয়ের কারণে গভীর রাতে তাঁর মৃত্যু হয়েছে। গুরুতর জখম ফল ব্যবসায়ী মনোরঞ্জন মজুমদার ওরফে মনো এবং তাঁর ভাই।

স্থানীয়রা জানান, ‘পার্থর বিরুদ্ধে একাধিক দুষ্কৃতীমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মঙ্গলবার ভরা বাজারে পার্থ ও তার ছয় শাগরেদ দা জাতীয় অস্ত্র নিয়ে এসে ফল ব্যবসায়ী এবং তাঁর ভাইকে কোপাতে থাকে। ভয়ে কেউ সামনে যায়নি। প্রাণে বাঁচাতে যে যার মতো ছুটছিলেন। ঘটনার খবর পেয়েই গাইঘাটা থানার পুলিস আসলেই পার্থকে আটক করে স্থানীয়রা গণপ্রহার দেন। বাকি অভিযুক্তরা পলাতক।’

জানা গিয়েছে, পার্থর এক শাগরেদকেও গ্রেফতার করেছে পুলিস। গণপ্রহারের ঘটনায় আটক ৫। এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত ওই দুষ্কৃতী৷ শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই শান্ত ঠাকুরনগরকে অশান্ত করার চেষ্টা। বিজেপির এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের বক্তব্য, ‘অতীতে পার্থকে ঠাকুরবাড়িতে দেখা গিয়েছে। সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে তার ছবিও রয়েছে। তবে আমাদের মনে হয় এটা ব্যক্তিগত শত্রুতা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *