ক্রমশ ধুকছে ডুয়ার্সের চা শিল্প , আশা একমাত্র বৃষ্টির উপর, চরম হতাশ চা শ্রমিকেরাও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : চায়ের বাজারে অনেক পিছিয়ে পড়েছে ডুয়ার্স, এই বছর বাজার একেবারে নেই বললেই চলে। তাই হতাশ চা শ্রমিকেরাও। উৎপাদন কমে গেছে অনেকটাই, তবে গত দু-তিন বছরের তুলনায় এই বছর কিছুটা হলেও আশা রাখা যেতে পারে। তবে হতাশ চা শ্রমিকেরা। তারা নিজেরাই জানিয়েছেন, তারা এবং তাদের পরিবার পুরোপুরি নির্ভরশীল এই চায়ের উপরে, এইভাবে যদি চলতে থাকে তাদের পক্ষে সংসার চালানো অসম্ভব হয়ে পড়বে। বাধ্য হয়ে
অন্য উপার্জনের দিকে ঝুঁকতে হবে তাদের। ইতিমধ্যে অনেক চা শ্রমিকের কাজ ছেড়ে দিয়েছে। চলে গেছে বাইরে অধিক উপার্জনের আশায়, যারা আছেন তারাও ক্রমশ হতাশ হয়ে পড়েছেন। যদি ফলন ভালো না হয়, তবে কিভাবে বাড়বে চায়ের ব্যবসা।

ইতিমধ্যেই সিকিমের চা অনেক পিছনে ফেলে দিয়েছে ডুয়ার্সের এই চা কে। চা শ্রমিকেরা জানিয়েছেন, বৃষ্টি কম হাওয়ায় , ক্ষতি হয়ে গেছে আমাদের। তাই শীতের পর বর্ষার অপেক্ষায় আছেন তারা। শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গ থেকে প্রচুর মানুষ আছেন, যারা ডুয়ার্সের চা পছন্দ করেন এই দিকটাও আস্তে আস্তে কমে যেতে শুরু করেছে। চা শ্রমিকেরা আরোও জানিয়েছে বৃষ্টি না হলে পরবর্তীতে প্রচন্ড সমস্যায় পড়তে পারেন তারা। এখন বাকিটা সময়ের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *