আন্তর্জাতিক যাত্রীবাহী উড়ান ওঠানামা বন্ধই থাকছে চলতি বছরে, জারি হল নিষেধাজ্ঞা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আন্তর্জাতিক বিমান পরিষেবা একরকম বন্ধই থাকছে চলেছে চলতি বছরে। এক বিবৃতি দিয়ে এমনটাই জানাল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন। জিজিসিএ জানিয়েছে আন্তর্জাতিক রুটে অসামরিক বিমান না চললেও পণ্য পরিষেবা (কার্গো) কোনো রকম ভাবে ব্যহত হবে না। সংস্থার তরফে জারি করা নোটিসে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞা জারি থাকছে আগামী ৩১ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তর্জাতিক উড়ানকে বাধা দেওয়া হবে না ক্ষেত্র বিশেষে কিছু কিছু রুটে। চালু থাকবে এমনকি আন্তর্জাতিক কার্গো পরিষেবাও।’

প্রসঙ্গত, অবিলম্বে উড়ান পরিষেবা বন্ধ করে দেওয়া হয় এই বছর মার্চ মাসে করোনা অতিমারীর কারণে দেশজুড়ে লকডাউন জারি হলে। ক্রমে ধাপে ধাপে অন্তর্দেশীয় উড়ান পরিষেবা চালু হলেও আন্তর্জাতিক বিমান ওঠানামা একরকম বন্ধই ছিল। মে মাস থেকে বন্দে ভারত পরিষেবা চালু হয় বিদেশে আটকে থাকা প্রবাসী ভারতীয়দের ঘরে ফেরাতে। এখনও চালু থাকছে সেই এয়ার বাবল ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *