ক্রমশ বাড়ছে উত্তরবঙ্গের চা শ্রমিকদের দুর্দশা, সরকার থাকলে বা পরিবর্তন হলে কি তাদেরও পরিবর্তন হবে? উঠছে প্রশ্ন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : সারা পৃথিবীতে বিখ্যাত দার্জিলিং এর চা। এই চায়ের খ্যাতি সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। চায়ের গন্ধ এবং চায়ের স্বাদ একটা আলাদা মাত্রা এনে দিয়েছে দার্জিলিং এর চা কে। তবে সমস্যার কথা এই যে এই কৃতিত্বের আসল দাবীদার যারা তারা কিন্তুু যে তিমিরে ছিলেন সেখানেই থেকে গেছেন। তাদের অভিযোগ এবং আক্ষেপ এক জায়গাতেই তাদের সন্মান যেটা প্রাপ্য ছিল সেটা তারা পেল না। বছরের পর বছর তারা কষ্ট করে চলেছেন অথচ কাজের কাজ কিছুই হয়ে ওঠে নি তাদের পক্ষে। একের পর এক সরকারের পরিবর্তন হচ্ছে, দল পরিবর্তন হচ্ছে এবং নেতা পরিবর্তন হচ্ছ, কিন্তুু তাদের অবস্থার পরিবর্তন হচ্ছে না। সারা বছর ধরে চা শ্রমিকেরা পরিশ্রম করে যান, বিশেষ করে বর্ষাকালে তাদের কষ্ট কতখানি হয় সেটা বলে বোঝা দায়।

মূলত আজ থেকে তিরিশ বছর ধরে চা শ্রমিকদের অবস্থা যেমন ছিল আজকেও ঠিক সেইরকমই আছে। কোন রকম পরিবর্তন হয় নি। অনেকেই তাদের মত পরিবর্তন করে বাইরে চলে গেছেন যাতে তাদের সন্তানদের তাদের মতন অবস্থায় না পড়তে হয়। চা শ্রমিকদের একটাই হতাশা নেতা আসেন এবং নেতা চলে যান কিন্তুু তারা সেইভাবেই থেকে যান যেভাবে আছেন তারা। কাউকে আমাদের জন্য কোন উদ্যোগ নিতে দেখা যায় না, কেউ এসে খোঁজও পর্যন্ত করেন না কেমন আছে চা শ্রমিকেরা। শুধুমাত্র ভোট আসলেই নেতারা আসেন এবং ভোট চলে গেলেই সবকিছু ভুলে যান তারা, সবাই যদি একটু একটু করে আমাদের পাশে দাড়াতো তবে আমাদের এই অবস্থা হত না। এটাই হয়ত আমাদের ভবিতব্য বলেও জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *