কানে ব্যথা শিশুর, ডাক্তার ঢেলে দিলেন গরম জল! ভয়ঙ্কর অভিযোগ কল্যাণীর জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ হাসপাতালে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কানে ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিল শিশু। কান পরিষ্কার করানোর নামে তার কানে গরম জল ঢেলে দেওয়ার অভিযোগ জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে। ভয়ঙ্কর অভিযোগ উঠেছে নদিয়ার কল্যাণীর জওহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ হাসপাতালে। গরম জল দেওয়ায় পুড়ে যায় তার কান। বিষয়টি স্বীকার করে নিয়েছেন হাসপাতালের সুপার। বিষয়টি দুর্ভাগ্যজনক, অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি।উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ার চার বছর এক শিশুকন্যার কানে ব্যথা হচ্ছিল। পরিবারের সদস্যরা তাকে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালের আউটডোরে দেখাতে আসেন। সেখানে চিকিৎসকরা কানে ঠান্ডা জল না দিয়ে ফুটন্ত গরম জল দিয়ে দেন বলে অভিযোগ। অভিযোগ, তাকে কান পরিষ্কার করানোর সময়ে কানে গরম জল ঢেলে দেওয়া হয়। শিশুটি অসুস্থ হয়ে পড়ে। কিন্তু ঘটনার বিষয়টি জানাজানি হতেই অভিযুক্ত জুনিয়র চিকিৎসক পালিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *