ক্রমাগত ফুসছে তিস্তা, চরম ক্ষতিগ্রস্ত হল উত্তর সিকিমের ফিডাং বেইলি ব্রিজ
নিজস্ব সংবাদদাতা : তিস্তার ভয়াল রূপ উত্তর সিকিমে। এমনকি ভয়াবহ আকারও নিয়েছে উত্তর সিকিমের ফিডাং বেইলি ব্রিজ। যার জেরে আপাতত নিষিদ্ধও করা হয়েছে পর্যটকদের যাতায়াত। আগে থেকেই সিকিম সরকার পর্যটকদের যাতায়াতের ব্যাপারে নিষেধাজ্ঞা প্রকাশ করেছিল। যেসব পর্যটক সিকিমে আটকে ছিলেন তাদের বিশেষভাবে ব্যবস্থা করে নিয়ে সমতলে পাঠানোর চেষ্টা করে সিকিম সরকার। আতঙ্ক এবং চিন্তা এক জায়গাতেই কোনভাবে যাতে ভয়ানক রূপ আরো ভয়াবহ আকার ধারন না করে।

এদিকে বহু পর্যটকও এদিন প্রায় তিন থেকে পাঁচ গুণ ভাড়া দিয়ে সমতলে ফিরে গেছেন। সিকিমের অবস্থা প্রচন্ড সংকটজনক, বেলা দুটো-আড়াইটার পর একেবারে অন্ধকার হয়ে যায়। কোনভাবে ফেরবার চেষ্টা করলেও পর্যাপ্ত আলোর অভাবে কেউ এদিন ঝুকি নিতে চায়নি। চালকেরাও নারাজ বেলা দেড়টার পরে গাড়ি চালিয়ে সমতলে নেমে আসতে। আর্মি এবং স্থানীয় মানুষের সহায়তায় কিছু মানুষকে এদিন নিরাপদ আশ্রয় পৌঁছে দেওয়া হয় ঠিকই তবে তা যত সামান্য। আবহাওয়া দপ্তরও জানায় আরো বেশ কয়েকদিন এই একই অবস্থা থেকে যাবে।