ক্রিকেটের নন্দন কাননে রিচাকে সংবর্ধনা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা : বঙ্গ তনয়ার সাফল্যে ভাসছে গোটা রাজ্য। সম্প্রতি মহিলাদের বিশ্বকাপ জিতেছে ভারত। বিশ্বজয়ী মহিলা দলের অন্যতম সদস্য বঙ্গ তনয়া রিচা ঘোষ। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে রিচার গুরুত্বপূর্ণ ইনিংস দুটি ভারতকে ম্যাচ জেতাতে সাহায্য করেছিল। পাশাপাশি গোটা প্রতিযোগিতায় রিচার সাফল্য উল্লেখযোগ্য। এদিন ক্রিকেটের নন্দন কাননে রিচাকে সংবর্ধনা জ্ঞাপন করলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিকে রিচাকে তাঁর নিজের শহরেও রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয়। তিনি শিলিগুড়ি থেকে কলকাতায় পৌঁছান। রিচা ফাইনালে করেছিলেন ৩৪রান, সেই প্রতিটি রানের জন্য ১ লক্ষ টাকা করে প্রদান করে সি এ বি।


