ক্রেতা সেজে হরিনের শিং উদ্বার করল বনকর্মীরা
শিলিগুড়ি : শিলিগুড়ির অদুরে আমবাড়িতে ক্রেতা সেজে প্রায় বারোটি হরিনের শিং উদ্বার করলেন বন দপ্তরের কর্মীরা। এদিন শিলিগুড়ির অদুরে আমবাড়িতে ক্রেতা সেজে হরিনের শিং কিনতে গিয়ে ছজন চোরা শিকারিকে ধরে ফেলেন তারা। গত কয়েকদিন ধরে চোরা শিকারিদের অত্যচার বেড়ে যাচ্ছিল শিলিগুড়িতে। বন দপ্তরের কর্মীদের কাছে খবর ছিল সীমান্ত দিয়ে প্রচুর হাতির দাত এবং হরিনের শিং পাচার হতে পারে। তাই গতকাল রাত থেকেই হোটেলে আশ্রয় নিয়েছিলেন বন দপ্তরের কর্মীরা। আজ সকালে তারা যোগাযোগ করেন চোরা শিকারিদের সাথে, তারা বন দপ্তরের কর্মীদের এক জায়গায় আসতে বলেন। বন দপ্তরের কর্মীরা সেই জায়গাতে উপস্থিত হন এবং হরিনের শিং দেখতে চান। চোরা শিকারিরা হরিনের শিং নিয়ে এলেই তাদের হাতেনাতে ধরে ফেলেন বন দপ্তরের কর্মীরা। উদ্বার করা হয় বারোটি হরিনের শিং এবং ছটি দামী মোবাইল ফোন। ধৃতদের আপাতত নিজেদের হেফাজতে রেখেছে বন দপ্তর। ওই চোরা শিকারিদের সাথে আন্তর্জাতিক চোরা শিকারিদের যোগাযোগ আছে কি না সেটা খতিয়ে দেখছে বন দপ্তরের আধিকারিকেরা।