কয়লা পাচার কাণ্ড, সিবিআই জেরা করল আসানসোল ডিভিশনের তিন রেল কর্তাকে
বেস্ট কলকাতা নিউজ : কয়লা পাচার কাণ্ডের তদন্তে সিবিআই আগেই জিজ্ঞাসাবাদ করেছিল কোল ইন্ডিয়ার কর্তাদের । এমনকি কেন্দ্রীয় গোয়েন্দারা বেশ কিছু কর্তার বাড়িতে হানা দিয়ে তল্লাশিও চালান। এবার সিবিআই জিজ্ঞাসাবাদ শুরু করল তিন রেল কর্তাকে ডেকে। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা ইতিমধ্যেই তিন রেল কর্তাকে জেরা করছেন নিজাম প্যালেসে ডেকে নিয়ে গিয়ে। যে তিন কর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁরা হলেন, রেলের আসানসোল ডিভিশনের চিফ কন্ট্রোলার, এক সাব ডিভিশনাল ম্যানেজার ও বারাবনির স্টেশন ম্যানেজার। সিবিআই সূত্রে জানা গিয়েছে, টন টন অবৈধ কয়লা পাচার হত বারাবনি স্টেশন দিয়েই। তবে তা কী ভাবে করা হত, কেন রেল কর্তারা তা আটকাননি সেসবই জিজ্ঞেস করা হচ্ছে বলে CBI সূত্রে খবর মিলছে।
এর আগেই কেন্দ্রীয় এজেন্সি আরও জানিয়েছিল এই কাণ্ডে একটা নেক্সাস রয়েছে চোরা কারবারীদের সঙ্গে কোল ইন্ডিয়া, রেল কর্তা ও পুলিশের। তা নাহলে এত সংগঠিত ভাবে দীর্ঘদিন ধরে কয়লা পাচার চলতে পারে না। গরু পাচারের ক্ষেত্রেও এমনকি সামনে এসেছিল বিএসএফ, পুলিশ ও পাচারকারীদের গাঁটছড়ার কথাও।