খসড়া তালিকায় ৫৮ লক্ষ নাম বাদ ! SIR নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তৃণমূল নেতৃত্ব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস ৷ সোমবার গঙ্গাসাগর থেকে এই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার সেই মতো মামলা দায়ের করল রাজ্যের শাসকদল ৷ তৃণমূলের অভিযোগ, চলতি স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় 58 লক্ষ নাম বাদ গিয়েছে ৷ এর জন্য কোনও নোটিশ পাঠানো হয়নি বা কোনও শুনানি হয়নি ৷ তৃণমূলের পক্ষে দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন শীর্ষ আদালতে মামলা দায়ের করেছেন ৷

তিনি বলেন, “গত ২০২৫ সালের ১৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ৷ ৫৮ লক্ষ ২০হাজার ৮৯৮ জনের নাম বাদ দেওয়া হয়েছে ৷ এর জন্য কোনও ব্যক্তিগত শুনানি হয়নি ৷ কাউকে নোটিশ পাঠানো হয়নি ৷ ২০২৫ সালে স্পেশাল সামারি রিভিশনের পর ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ ভোটারের সংখ্যা এক ধাক্কায় কমে হয় ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬১৬ ৷২০২৩ সালের ১১ অগস্ট নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার যে বিস্তারিত এসওপি জারি করেছিল, এই ঘটনা তার পরিপন্থী ৷”

মূলত এসআইআর-এর নোটিশ ও শুনানি পর্ব শেষ হবে ৭ ফেব্রুয়ারি ৷ এরপর চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে ৷ অতএব, রাজনৈতিক দলগুলি মনে করছে, এর পরপরই পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হবে ৷ তা নিয়েই আজ মামলা দায়ের হল ৷ এই মামলায় তৃণমূলের তরফে সওয়াল করা হয়, “পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার শুরু থেকে বিভিন্ন সময়ে নির্বাচন কমিশন একেবারে তৃণমূল স্তরের কর্মী, বিএলও, এইআরও, ইআরও এবং ডিইও-দের অ-সরকারিভাবে নির্দেশ দিচ্ছে ৷ যেমন- হোয়াটসঅ্যাপ মেসেজে এবং ভিডিয়ো কনফারেন্সের সময় মৌখিক নির্দেশ দেওয়া হচ্ছে ৷ এরকম ৫০ টি উদাহরণ দেওয়া যায় ৷ কোনও নোটিশ, সার্কুলার বা গাইডলাইন জারি করা হচ্ছে না ৷”

গত ৪ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়া বন্ধ করার আর্জি জানিয়ে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লেখেন ৷ গত কয়েকদিনের মধ্যে দেশের নির্বাচন আয়োজনের দায়িত্বে থাকা সংস্থার প্রধানকে লেখা এটি মমতার তৃতীয় চিঠি ৷ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের শুনানির সময় অসুস্থ থেকে শুরু করে বৃদ্ধদের ডেকে পাঠিয়ে হয়রান করা হচ্ছে বলে বিস্তারিত অভিযোগ করেছিলেন তিনি ৷ ভোটার তালিকা সংশোধনের নামে যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলেও দাবি করেছিলেন ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *