খুঁজছেন তিনটি স্টোরেজের বিকল্প? এই স্মার্টফোনটি রাখুন তালিকায়
বেস্ট কলকাতা নিউজ : iQoo Neo 5 Lite স্মার্টফোনটি সম্প্রতি লঞ্চ হতে চলেছে। এই আসন্ন ফোনটিকে সংস্থার সর্বশেষ স্মার্টফোন হিসেবে চিনা বাজারে প্রকাশ করা হচ্ছে। iQoo Neo 5 লিতে বাজারে আসছে দুটি রঙ এবং তিনটি স্টোরেজ বিকল্পের মতো একাধিক বৈশিষ্ট্য নিয়ে।
তিনটি স্টোরেজের বিকল্প থাকছে আসন্ন নতুন স্মার্টফোনে। প্রতিটা স্টোরেজের জন্য ভিন্ন দাম রাখা হয়েছে সংস্থার পক্ষ থেকে। CNY 2,২৯৯ রাখা হয়েছে iQoo Neo 5 Lite স্মার্টফোনের 8GB RAM + 128GB স্টোরেজের দাম, যা ভারতীয় মূল্যে প্রায় ২৬,০০০ টাকা। পাশাপাশি 8GB RAM + 256GB storage বিকল্পের দাম রয়েছে CNY 2,499, যার দাম ভারতে প্রায় ২৮,৩০০ টাকা। অন্যদিকে স্টোরেজের শেষ বিকল্প অর্থাৎ 12GB RAM + 256GB storage এর চিনা দাম CNY 2,699, যা প্রায় ৩০,৬০০ টাকা আমাদের দেশের হিসেবে।
এবার দেখে নিন আসন্ন iQoo Neo 5 Lite স্মার্টফোনটির বৈশিষ্ট্য:
Android 11 ভিত্তিক OriginOS 1.0 থাকছে iQoo Neo 5 Lite ফোনটি চালনা করার জন্য ।ডিসপ্লের জন্য এই ফোনে রাখা হয়েছে 6.57-inch full-HD+ (1,080×2,408 pixels) LCD display। সঙ্গে 20:9 aspect ratio, 144Hz screen refresh rate, 90.4 percent screen-to-body ratio, HDR10+ support, এবং 1500:1 contrast ratio।স্টোরেজ এবং প্রসেসরের জন্য সংস্থা তাদের আসন্ন ফোনে দিচ্ছে একটি Qualcomm Snapdragon 870 SoC সঙ্গে যুক্ত 12GB RAM এবং 256GB storage পরিষেবাও।