খুব শীঘ্রই তৈরি হচ্ছে ভারত ভুটান রেলপথ, প্রবল উৎসাহী পাহাড় ও ডুয়ার্সের মানুষেরাও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : আলিপুরদুয়ারের পর এবার জলপাইগুড়ি জেলার ডুয়ার্সে দ্বিতীয় পর্যায়ে ভারত-ভুটান রেলপথ চালু করার সমীক্ষা খুব শীঘ্রই শুরু হচ্ছে। জেলার বানারহাট থেকে পার্শ্ববর্তী সামসী ভুটান পর্যন্ত রেললাইন পাততে চা বাগানের জমি অধিগ্রহণ করা হবে। বানারহাট থেকে সামসী ভুটানের আগে পর্যন্ত ১৬ কিমি রেললাইন পাতা হবে। চলতি সপ্তাহে জলপাইগুড়ি জেলা ভূমি ও ভূমি অধিগ্রহণ দপ্তরে ডুয়ার্সের কয়েকটি চা বাগানের মালিক ও রেলের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক হয়। রেলের ইঞ্জিনিয়াররা ডুয়ার্সের দেবপাড়া চা বাগান পরিদর্শন করেন।

এদিকে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভুটানের পরিকাঠামো ও পরিবহণমন্ত্রকের সঙ্গে চুক্তি করে ভারতীয় রেল এই লাইন পাতার পরিকল্পনা নিয়েছে। জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের ভুটান সীমান্তবর্তী এলাকায় উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে রেললাইন পাতার কাজ করার জন্য জমি অধিগ্রহণের প্রথম ধাপের প্রক্রিয়া হিসেবে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, জেলার বানারহাট ব্লকের ভুটান সীমান্তের চামুর্চি চা বাগানে ভারতের শেষ রেলস্টেশন হবে। তারপর ধাপে ধাপে আমবাড়ি, ডায়না, রেডব্যাংক, সুরেন্দ্রনগর, ধরণীপুর পর্যন্ত তৈরি হবে রেললাইন। আশায় বুক বেধেছেন মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *