ফের নয়া পালক এ রাজ্যের মুকুটে ! দেশের সবচেয়ে নিরাপদ শহর একমাত্রই কলকাতাই , বিপজ্জনক দিল্লি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আরও একটি নয়া পালক যুক্ত হল এ রাজ্যের মুকুটে। বসবাসের জন্য শহর কলকাতাই সবচেয়ে নিরাপদ দেশের অন্য শহরগুলির মধ্যে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর প্রকাশিত ২০২০ সালের রিপোর্ট বলছে, এই কলকাতাই প্রবীণদের জন্য সর্বাধিক সুরক্ষিত শহর। NCRB-র তরফে যে তথ্য প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে অপরাধের মাত্রাও সবচেয়ে কম এই শহর কলকাতায়। অপরাধের হার ১২৯.৫। অপরাধের তালিকায় নিচে রয়েছে হায়দ্রাবাদ, মুম্বাই এবং বেঙ্গালুরু। যদিও কলকাতা তুলনায় অনেকটাই বেশি ওই তিন শহরে অপরাধের মাত্রা। হায়দ্রাবাদে অপরাধের মাত্রা ২৩৩, মুম্বইয়ে ৩১৮.৬, বেঙ্গালুরুতে ৪০১.৯। গোটা দেশে যেখানে অপরাধের হার ৮১০.৩। অন্যদিকে, রাজধানী দিল্লির মহিলারা ভোগেন সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায়।

উল্লেখ্য, NCRB তৈরি করেছে ২০ লক্ষের বেশি জনবসতি যুক্ত মোট ১৯ টি শহরের রিপোর্ট। সেখানেই বলা হয়েছে কলকাতায় সবচেয়ে কম ভারতীয় দণ্ডবিধির আওতাভুক্ত অপরাধের পাশাপাশি রাজ্যের আইন ভুক্ত অপরাধের পরিমাণও। এমনকী শহর কলকাতাই সবচেয়ে নিরাপদ প্রবীণদের জন্যও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *