খুব সাবধান থাকুন এই পাঁচ জেলার বাসিন্দা হলে ! বড় আপডেট আলিপুর আবহাওয়া দপ্তরের , ৭ ডিগ্রি ঠান্ডায় কাঁপছে বাংলা
বেস্ট কলকাতা নিউজ : শীত আসছে না বলে যাঁরা আফশোস করছিলেন, তাঁরা এবার খুশি! বৃহস্পতিবার থেকেই নামতে শুরু করেছে তাপমাত্রা। শুক্রবার সকাল থেকে তো রীতিমতো কনকনে ঠাণ্ডা উপভোগ করছে রাজ্যবাসী। তাপমাত্রা নেমেছে অনেকটাই। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর থেকে এল বড় আপডেট। আগামী দুদিন ধরে জাপটে ধরবে শীত। কনকনে হাওয়ায় বাংলা জুড়ে শীতের দাপট। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। তবে এই তাপমাত্রা কমবে আরও। আগামিকাল, শনিবার ১২ ডিগ্রির ঘরে নামতে পারে কলকাতার পারদ। স্বাভাবিকের ৫ ডিগ্রি নীচে নামল সর্বনিম্ন তাপমাত্রা। পুরুলিয়ায় শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি ও বীরভূমের শ্রীনিকেতনে তাপমাত্রা নামল ৮.২ ডিগ্রিতে। এবার রাজ্যের ৫ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ও রবিবার পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়ায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমানেও।