খোঁজ মিললো জাল স্ট্যাম্প পেপার বিক্রির চক্রের, পিতা-পুত্রসহ ১১ জন গ্রেফতার হল কেন্দ্রীয় অপরাধ দমন শাখার হাতে
বেস্ট কলকাতা নিউজ :কেন্দ্রীয় অপরাধ শাখার (CCB) পুলিশ পিতা-পুত্রসহ ১১ জনের একটি চক্রকে গ্রেফতার করলো জাল স্ট্যাম্প পেপার বিক্রির অভিযোগে। অভিযুক্তেরা হলেন বিশ্বনাথ (৫৭ ), তার ছেলে কার্তিক (২৯), ভেঙ্কটেশ (৫৪), এবং শামরাজু (৪৮ )। এমনকি গ্রেপ্তার করা হয়েছে তাদের সহযোগী শশীধর, করিয়াপ্পা, রবিশঙ্কর, শিবশঙ্করপ্পা, গুনাশেকর, রাঘব এবং কিশোরকেও ।
এদিকে ব্যাঙ্গালোর পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) রমন গুপ্ত জানান , তারা উদ্ধার করেছে পাঁচ লাখ টাকার বেশি মূল্যের ২ ,৬৬৪ টি জাল স্ট্যাম্প পেপার, একটি কম্পিউটার এবং প্রিন্টার সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রায় ১১৯ টি জাল কাগজ পত্র এবং চারটি বিভিন্ন প্লটের জাল নথি। পুলিশ জানিয়েছে যে তারা এই চক্র সম্পর্কে জানতে পারে কান্দায়া ভবনে জাল স্ট্যাম্প পেপার বিক্রি হচ্ছে এমন খবর পাওয়ার পর। এরপর একটি বিশেষ দল গঠন করেন ডেপুটি পুলিশ কমিশনার (অপরাধ) এসডি শরনাপ্পা ।