গঙ্গাসাগর মেলায় পুণ্যস্নান চলছে সমস্ত রকম কোভিড বিধি মেনেই
বেস্ট কলকাতা নিউজ : এবার মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলায় পুণ্যস্নান চলছে করোনা আবহেই৷ তবে এবার সাগরমেলার চিত্রটা সম্পূর্ণরূপে আলাদা প্রতি বছরের তুলনায়৷ সেখানে অনেকটাই কম পুণ্যার্থীদের ভিড়৷ বরং ই-স্নানের উপরেই বেশি জোড় দেওয়া হয়েছে নিউ নর্ম্যালে ৷
প্রতি বছর মকর সংক্রান্তিতে তিন ধারণের জায়াগাটুকুও যেন থাকে না গঙ্গাসাগর মেলায়৷ দূর-দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষও এমনকি ভিড় জমান পুণ্যলাভের আশায়৷ এবার ভাটার টান সেই চেনা ছবিতেই৷ বরং ভিড় এড়াতে রাজ্য সরকার গঙ্গাসাগরর মেলা দেখানোর সমস্ত বন্দোবস্ত করেছে অনলাইনেই৷ এমনকী গঙ্গাসাগরের জল অর্ডার দেওয়ার বন্দোবস্তও করা হয়েছে অনলাইনেই৷ সাগরের পুণ্য জল আর প্রসাদ পৌঁছে যাবে এমনকি বাড়ির দোরগোড়ায়৷
প্যান্ডেমিক পরিস্থিতির মধ্যে গঙ্গাসাগর স্নান হবে কিনা, দীর্ঘ টানাপোড়েনের পর তা নিয়ে কলকাতা হাইকোর্ট অবশেষে বুধবার গঙ্গাসাগরে স্নানের অনুমতি দেয় শর্তসাপেক্ষে৷ প্যান্ডেমিকের মধ্যে গঙ্গাসাগর মেলা চলছে সবরকম করোনা বিধি মেনেই৷ রাজ্য সরকারের তরফে বারবার আর্জি জানানো হয়ছে পুণ্যার্থীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের জন্য৷ প্রতিনিয়ত স্যানিটাইজেশনের কাজ চলছে এমনকি প্রশাসনের তরফেও৷