গতবার দায়িত্বে ছিলেন একুশে জুলাই এর, একুশে জুলাই নিয়ে এবার কি বলছেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ
নিজস্ব সংবাদদাতা : আমার দায়িত্ব আমি কেবল পালন করেছি এর চাইতে আর বেশি কিছু নয় গতবার একুশে জুলাই নিয়ে তার কাজকে এই ভাবেই ব্যাখ্যা করেছেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ। তিনি এও জানালেন আমার উপরে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব আমি চেষ্টা করব যথাযথভাবে পালন করতে। এইযে একুশে জুলাই এর মূল কারিগর আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তাদের শক্তিতেই এই একুশে জুলাই সফল হবে বলে জানালেন দার্জিলিং জেলা সভাপতি। তিনি এও জানান তিনটি ট্রেনস্থির করা হয়েছে কলকাতা যাওয়ার জন্য, যাতে করে কর্মীরা একেবারে নিরাপদে কলকাতা যেতে পারে। কেউ যদি নিজের ইচ্ছামত আলাদাভাবে যেতে চান তবে সেটা তার ব্যক্তিগত দায়িত্বে। আমি চেষ্টা করব আমাদের দার্জিলিং জেলা থেকে যে সমস্ত পুরুষ এবং মহিলা কর্মী একুশে জুলাই এর উদ্দেশ্যে কলকাতা যাচ্ছেন তাদের সবকিছু ঠিক রাখার। আমাদের মুখ্যমন্ত্রী সব সময় যাতায়াতের ব্যাপারটি নিয়ে চিন্তা করেন কারণ তার কাছে তার কর্মীরা এক অমূল্য সম্পদ। সবাই যাতে নিরাপদে কলকাতা যান সেটা দেখার দায়িত্ব আমার এমনটাই জানান জেলা সভাপতি, আমি নিজেও আমার দলীয় কর্মীদের সাথেই যাব গতবারের মতো জানান জেলা সভাপতি ।
আজ থেকে আগামী তিন দিন আমাদের দলের কর্মীরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবেন আমি চেষ্টা করব তাদের পাশে থাকার, সকলেই সুস্থভাবে গিয়ে একুশে জুলাইকে সফল করবেন এটাই আমার অনুরোধ আমার দলের কর্মীদের কাছে। আমি আমার স্থানীয় নেতৃত্বকে অনুরোধ করবো তারা যেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন। শনিবার সকালের মধ্যে আমার দলে সকল কর্মী যাতে কলকাতা পৌঁছে যান সেই ব্যাপারটি আমি মাথায় রাখবো বলেও জানান দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ।
x