বাংলায় আসছে চলেছে এক যুগান্তকারী বিনিয়োগ! মুখ্যমন্ত্রীর বিরাট সুখবর স্পেন সফরের দ্বিতীয় দিনেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : স্পেন সফরের দ্বিতীয় দিনেই বিরাট আশার খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার জন্য বিশাল বিনিয়োগের সম্ভাবনার কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। যুগান্তকারী সেই সম্ভাবনার শুরুটা হয়ে যেতে পারে চলতি বছরের বড়দিনের আগে থেকেই। বৃহস্পতিবার রাতে সূদূর স্পেনে বসেই পশ্চিমবঙ্গের জন্য যুগান্তকারী এই সুখবরের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চলতি বছরের বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বেরের আগেই বাংলায় বস্ত্রশিল্পে বিরাট বিনিয়োগ আসতে চলেছে। চলতি বছরের শেষ দিক থেকেই বাংলায় পুরোদমে উৎপাদনও শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী এব্যাপারে লিখেছেন, “রোমাঞ্চকর একটি খবর! Tempe Grupo Inditex (Zara), বস্ত্র শিল্পে এরা একটি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। সংস্থাটি তাঁদের কাজের পরিধি বাড়াচ্ছে। তাঁরা অন্য একটি সংস্থার সঙ্গে জোট বেঁধে পশ্চিমবঙ্গে উত্পাদন কেন্দ্র সরাচ্ছে। ২০২৩ সালের বড়দিনের আগেই উত্পাদনও শুরু হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *