গভীর রাতে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর এলাকা দখলের লড়াইয়ে বোমাবাজি ও গুলিবর্ষণে প্রাণ হারালো অষ্টম শ্রেণির ছাত্রী, ব্যাপক উত্তেজনা ইসলামপুরে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

উত্তর দিনাজপুর : উত্তর দিনাজপুরের ইসলামপুরে গভীর রাতে ঘটে গেলো এক করুন হৃদয়বিদারক ঘটনা। দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর এলাকা দখলের লড়াইয়ে বোমাবাজি ও গুলিবর্ষণে প্রাণ হারালো অষ্টম শ্রেণির ১ ছাত্রী কৌসেরা বেগম (১২) । স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রফিক আলম ও নুর আলমের মধ্যে এলাকাদখলের বিরোধ চলছিল। নিহত কিশোরীর বাবা জাহিদ আলম রফিক আলমের সমর্থক। অভিযোগ, নুর আলমের লোকজন এদিন গভীর রাতে তার বাড়িতে হামলা চালিয়ে বোমা ও গুলি নিক্ষেপ করে।

ঘটনাস্থল থেকে কৌসেরাকে তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ইতিমধ্যেই দুইজনকে গ্রেপ্তার করে এবং এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়। ঘটনার পর এদিন ইসলামপুরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে । পুলিশ এদিন ঘটনার তদন্তে নামে দ্রুততম সময়ের মধ্যে দোষীদের চিহ্নিত ও বিচারের ব্যবস্থা করে। পুলিশ গোটা এলাকা এদিন ঘিরে রাখে। কাজ না থাকলে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয় এলাকার মানুষজনকে। কৌসেরার পরিবারের পক্ষ থেকে এদিন গোটা ঘটনার তদন্ত চাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *