গভীর রাতে প্রচুর পরিমানে নগদ টাকা উদ্ধার হলো ফাঁকা লরি থেকে, চাঞ্চল্য ছাড়ালো মালদায়
বেস্ট কলকাতা নিউজ : গভীর রাতে নাকা চেকিং করতে গিয়ে লরি চালকের সিটের নিচ থেকে উদ্ধার হলো বস্তাভর্তি ভারতীয় টাকা । প্রায় এক কোটি টাকা উদ্ধারের ঘটনায় জেলা পুলিশ ও প্রশাসনিক মহলে হুলুস্থুল পড়ে গিয়েছে । এত প্রচুর পরিমাণে টাকা লরি করে কোথায় পাচার করা হচ্ছিল তা নিয়েই মালদা পুলিশ তদন্ত শুরু করেছে ।মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার যদুপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। ওই এলাকার স্ট্যান্ডের কাছেই পুলিশ চেকিং-এর সময় প্রায় এক কোটি টাকা উদ্ধার করা হয়েছে একটি ফাঁকা লরি থেকে। উদ্ধার হওয়া নোটগুলি সবই দুই হাজার এবং পাচঁশো টাকার।
এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে ওই লরি চালককে। ওই লরিতে থাকা আরেক ব্যক্তি পালিয়ে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুরো বিষয়টি নিয়ে ইংরেজবাজার থানার পুলিশ তদন্ত শুরু করেছে ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত লরি চালকের নাম ওমর ফারুক (২৫)। তার বাড়ি কালিয়াচক থানার শাহবাজপুর গ্রামে। এই ঘটনায় ওই গাড়িতে থাকা রাজুশেখ নামে একজন পালিয়ে গিয়েছে।পুলিশ তারও খোঁজ চালাচ্ছে । সেও কালিয়াচক এলাকার বাসিন্দা।
ওই লরিতে তল্লাশি চালিয়ে বস্তাবন্দী প্রায় কোটি টাকার ভারতীয় দুই হাজার ও পাঁচশো টাকার নোট হাতে আসে পুলিশের । এতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তদন্তকারী পুলিশ অফিসারদের। কী কারণে এত বিপুল পরিমাণ টাকা ফাঁকা লরিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে ধৃত লরি চালক কোন সদুত্তর দিতে পারেনি । পুলিশি অভিযানের সময় সুযোগ বুঝেই রাজু শেখ নামে ওই লরিতে থাকা এক যুবক পালিয়ে যায় ওই এলাকা থেকে।