গভীর রাতে সেবক এর কাছে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা, তিস্তা নদীতে পড়ল যাত্রীবাহী গাড়ি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : সেবক এর কাছে শিববন্দিরে তিস্তা নদীতে পড়ল যাত্রীবাহী গাড়ি। ওই গাড়িতে মোট ৬ জন ছিলেন ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন বলে খবর। রাত্রিবেলা আসার সময় ওই গাড়িটি খাদে পড়ে যায়, খুব সম্ভবত অন্ধকার থাকার ফলে এই দুর্ঘটনা ঘটে। গাড়িটির পড়ে যাওয়ার শব্দ শুনে স্থানীয় মানুষেরা দৌড়ে আসেন। সেনাবাহিনী সাথে উদ্ধার করেন তাদের। আহতদের শিলিগুড়িতে নিয়ে আসা হয় । সবার অবস্থাই স্থিতিশীল বলে জানা গেছে। এই ঘটনার ফলে ওই রাস্তা দিয়ে আজকে সকাল পর্যন্ত যান চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হয়েছে। রাস্তা প্রতিকূল হওয়ায় ঘটেছে এই দুর্ঘটনা বলেই মত স্থানীয়দের। আহতরা সকলেই দক্ষিণবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে। রাত্রিবেলা তারা ফিরছিলেন এবং অন্ধকারের কারনে ঘটে গেছে ওই দুর্ঘটনা।

এদিকে স্থানীয় মানুষ জানান ওই রাস্তাটি যথেষ্ট প্রতিকূল , দুর্ঘটনা ঘটে যাওয়া সম্ভাবনা একটা থেকেই যায়। বারবার সতর্ক করা হয়েছে পর্যটকদের তারা যেন সন্ধ্যার পরে কোনভাবেই ওই রাস্তা দিয়ে চলাচল না করেন। তারা কথা শোনেন না, অসতর্ক হলেই ঘটে যায় দুর্ঘটনা। গাড়ি চালকের একেবারে অনভিজ্ঞ হওয়ায় পাহাড়ি রাস্তা সম্পর্কে অত ভালোভাবে জানেন না, এমনকি অন্ধকার রাস্তায় চলাচল করতে গেলে ঠিক কি পরিমাণে সতর্কতা অবলম্বন করা উচিত তাও তারা জানেন না। ফলে পড়তে হয় দুর্ঘটনার কবলে। তাছাড়া স্থানীয়রা জানান এই রাস্তাটি যথেষ্ট প্রতিকূল। রাতে কিছু ঘটে গেলে স্থানীয়দের অসম্ভব হয়ে পড়ে তাদের রক্ষা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *