গরুমারা অভ্যয়ারণ্যতে অবশেষে শুরু হল গন্ডার সুমারি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : গরু মারা অভ্যয়ারণ্যতে অবশেষে শুরু হল গন্ডার সুমারি। বেশ কয়েক বছর পর শুরু হয়েছে গন্ডার শুমারি। জানা গেছে এই গন্ডার শুমারি কয়েক বছর ধরে বিখ্যাত হয়ে আছে গরু মারাতে। এই বছর গন্ডার দেখতে এসেছেন বেশ কয়েকশো পর্যটক। আর এখানে বিখ্যাত হয়ে আছে বিদেশি পর্যটকদের গন্ডার দেখা। বিশেষ করে আফ্রিকা এবংআমেরিকানদের কাছে গন্ডার খুব জনপ্রিয় একটি পশু।

১৯৮০ সাল থেকে মূলত এই গন্ডার শুমারি হয়ে আসছে গরু মারাতে। মাঝে কয়েক বছর করোনা সময় বন্ধ ছিল এই গন্ডার শুমারি। গত বছর থেকেই আবার শুরু হয়েছে গন্ডার শুমারি। আগামী বছর গরু মারাতে বেশ কয়েকটি গন্ডা শাবক আসবার কথা। সেই কারণেই আগের থেকে গন্ডার শুমারি করা হচ্ছে বলে, জানিয়েছে গরু মারা কর্তৃপক্ষ। গন্ডার এবং তার শাবক ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই প্রচন্ড জনপ্রিয়তা অর্জন করেছে। এদিকে অন্ধ্রপ্রদেশেও প্রতিবছরে দুবার করে গন্ডার শুমারি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *