গরু পাচার মামলা , আজই ২ আইপিএসের হাজিরার নির্দেশ নিজাম প্যালেসে
বেস্ট কলকাতা নিউজ : গরু পাচার কাণ্ডে বেশ কিছুদিন ধরেই দুই আইপিএস অংশুমান সাহা ও কল্লোল গণাই ছিলেন সিবিআইয়ের নজরে। আজই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিজাম প্যালেসে তাঁদের হাজিরার নির্দেশ দিল। মনে করা হচ্ছে তাঁদের জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলেও।
গরু পাচার কাণ্ডে মূলত সিবিআই তদন্ত চালাচ্ছে একরকম দ্রুতগতিতেই। এদিকে গোয়েন্দারাও তত্পর হয়েছেন এমনকি ভারত ও বাংলাদেশে ছড়িয়ে থাকা এই চক্রের চাঁইদের জালে পুরতে। সিবিআই সূত্রে খবর, গরু পাচারে অভিযুক্তদের জেরা করে গোয়েন্দারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাদের হাতে পেয়েছেন। কলকাতা, আসানসোল, পুরুলিয়া-সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট-সহ অন্যান্য নথিও মিলেছে। আর সেখানেই ইতিমধ্যে উঠে এসেছে বিনয় মিশ্রের ভাই বিকাশের নামও। পাশাপাশি বহুদিন ধরেই গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের বিশেষ নজর ছিল আইপিএস অফিসার অংশুমান সাহা ও কল্লোল গণাইয়ের উপরও। সম্প্রতি তাঁদের তলব করা হয়েছিল। আজ তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে নিজাম প্যালেসে।