গাড়ি দাঁড় করিয়ে ‘ছবি’ তোলা! এবার পুলিশের কড়া দাওয়াই দ্বিতীয় হুগলি সেতুতে
বেস্ট কলকাতা নিউজ : স্টান্ট রুখতে এবার কড়া দাওয়াই কলকাতা পুলিশের | এখন থেকে পুলিশ এসে হাজির হবে এমনকি ব্রিজের উপর নজর এড়িয়ে গাড়ি নিয়ে দাঁড়ালেই ! গঙ্গার উপর দাঁড়িয়ে আর সেলফি বা স্টান্ট নয় তাহলে একদম ঘাড় ধরে পুলিশ নিয়ে যাবে সোজা গারদে।
দ্বিতীয় হুগলি সেতুতে স্টান্ট দেখাতে গিয়ে দুর্ঘটনার জেরে এবার কলকাতা পুলিশ গ্রহণ করল নতুন এক পদক্ষে। লালবাজার এমনকি চিন্তা ভাবনাও করছে সেতুর উপর ফেন্সিং বা জাল দিয়ে মুড়ে দেওয়ার জন্যও। পুলিশ সূত্রে আরও খবর, সেতুর উপর থাকছে এমনকি পুলিশের বাড়তি নজরদারিও। এছাড়াও রোজ প্রায় ১০ লক্ষ গাড়ি চলাচল করে এই সেতুর উপর দিয়েও। যানজট সৃষ্টি হবে প্রতিদিন গাড়ি থামিয়ে চেক করল। তাই ব্যবস্থা থাকছে হঠাত্ হঠাত্ করে পুলিশ পেট্রোলিং এর।
বিদ্যাসাগর সেতু ফাঁড়ি রয়েছে সেতুর উপর নজরদারি চালাবে তারাও এবং মোটরসাইকেল পেট্রোলিং এর ব্যবস্থা থাকছে। নজরদারি চালানো হবে এমনকি ট্রাফিক পুলিশের তরফেও। যাতে কেউ গাড়ি থামিয়ে স্টান্ট বা সেলফি তুলতে না পারেন সেদিকেও কলকাতা পুলিশের বিশেষ নজর থাকছ। এছাড়াও মনিটরিং করা হবে সিসিটিভির ফুটেজের মাধমেও