গুগল ক্রোম ফোনকে বাচাবে হ্যাক হওয়া থেকে, আসছে চলেছে বিশেষ ফিচার
বেস্ট কলকাতা নিউজ : গুগল বিশেষ সুরক্ষাবিধি নিয়ে আসছে চলেছে আইওএস ও অ্যান্ড্রয়েডের জন্য। গুগল কতৃপক্ষ আরও জানিয়েছে এবার থেকে ইউজারদের পাসওয়ার্ড হ্যাক হলেই ক্রোম তাদেরকে সতর্ক করে দেবে বলেই। এই বিশেষ ফিচারও মিলবে ক্রোম ৮৬ আপডেট করে নিলেই। এছাড়াও খবর মিলেছে অ্যান্ড্রয়েডে গুগল ক্রোম নিরাপদ ব্রাউজিংয়ে সাহায্য করবে বলেও।
গুগল ক্রোম নতুন ফিচার এনেছে ফিশিং অ্যাটাক বা অন্যান্য সাইবার হানার হাত থেকে ইউজারদের বাঁচাতে। এও জানা গিয়েছে যখনই আপনার পাসওয়ার্ড দিয়ে অন্য কোনও ডিভাইসে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করা হবে, সঙ্গে সঙ্গে নোটিফেকশন যাবে আপনার কাছে। এছাড়াও সেফটি চেকের সাহায্য ক্রোমের ইউজাররা যে পাসওয়ার্ড সেভ করে রাখেন, গুগল ইউজারকে জানাবে তা কোনো রকমভাবে হ্যাকিংয়ের কবলে পড়লে।