গুরু নানকের জন্মদিন উপলক্ষ্যে এই বিশেষ দিনটি পালিত হল শিলিগুড়ি গুরদোয়ারাতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : গুরু নানকের জন্মদিন, এই উপলক্ষে শিলিগুড়ির গুরদুয়ারাতে পালিত হল গুরু নানকের জন্মদিন। , এদিন গুরদোয়ারাতে এসে এখানে অংশ গ্রহণ করেন মূলত শিখ সম্প্রদায়ের মানুষজন । শিলিগুড়ি সব এলাকাতে এদিন ছিল একেবারে ছুটির মেজাজ। এদিন সবাই গুরদোয়ারাতে আসেন এমনকি এসে প্রার্থনাও করেন। এদিন সকাল থেকেই শুরু হয়ে যায় খাওয়া দাওয়াও , প্রতিবছরই এখানে মূলত পালিত হয় গুরু নানকের জন্মদিন। জাতি ধর্মনির্বিশেষে এসে উপস্থিত হন সব ধরনের মানুষ। মূলত শিখ ধর্মের এই পবিত্র দিনটিতে সব মানুষ চলে আসেন ধর্মীয় সম্মান নিয়েই। এদিন গুরুদুয়ারাতে সকাল থেকে চলে প্রসাদ খাওয়ার ব্যবস্থা। মানুষ এদিন এখানে এসে প্রসাদও গ্রহণ করেন। প্রতিবছর এখানে উপচে পড়া ভিড় থাকে একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। মানুষের আয়োজন থাকে তুঙ্গে।

এদিকে শহর শিলিগুড়িতে এদিন সকাল থেকে ভিড় হয়েছিল দেখবার মতন। মানুষের কাছে এই দিনটি যথেষ্ট পবিত্র। সব মিলিয়ে এদিনটি জাতি ধর্মনির্বিশেষে সকলের কাছেই থাকে একটি পবিত্র দিন হিসেবেই। সকাল থেকেই এদিন আলোক উজ্জ্বল হয়ে ওঠে শিলিগুড়ি গুরুদোয়ার। এমনকি রাতেও আলোক ঝলমল ছিল এই গুরদোয়ারা। সব থেকে লক্ষ্য করার বিষয় মানুষের আগমন এখানে থাকে তুঙ্গে। উৎসাহী মানুষের ভিড় যেমন থাকে, এমনি থাকেন শ্রদ্ধা করার মানুষও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *