গুলাবের পর ফের শাহিন এর চোখ রাঙানি, পশ্চিমবঙ্গে পড়বে সাইক্লোনের ব্যাপক প্রভাব
বেস্ট কলকাতা নিউজ : দক্ষিণবঙ্গে মূলত দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছিল গত কয়েকদিন ধরেই। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত এখনও চলছে কলকাতায় আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলেও। এমনকি রাজ্যের বহু জেলা এখন প্লাবিত লাগাতার বর্ষণের জেরে। শহর কলকাতার বাসিন্দা সহ বিভিন্ন জেলার মানুষজন চরম ভোগান্তিতে পড়েছে জমা জলের কারণে। আবহাওয়া দপ্তর এও জানিয়েছে বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপ বর্তমানে বিহার ও ঝাড়খন্ডের উপর অবস্থান করছে পশ্চিম দিকে সরে গিয়ে। আজ মেঘলা থাকবে শহরের আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এমনকি দু-এক পশলা বজ্রবিদ্যুত্-সহ। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে উত্তর আরব সাগরে শাহিনের উত্পত্তি হয়েছে গুলাব এর রেশ কাটতে না কাটতেই। এর প্রভাবে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন আগামী ৩ দিন। এছাড়াও আগেই ঘূর্ণিঝড় শাহিনের সর্তকতা জারি করা হয়েছে কেরল, কর্ণাটক, তামিলনাড়ু ,গুজরাট, সিকিম, বিহার ,পশ্চিমবঙ্গে। আবহাওয়াবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন বৃষ্টি হতে পারে এবার পুজোতেও। এমনকি শারদ উত্সবের শেষের দিনগুলিও মাটি হতে পারে নিম্নচাপের ফলে ।এই বছর স্বাভাবিকের তুলনায় ১৫% বেশি বৃষ্টি হয়েছে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। আবার অন্যদিকে জানা গেছে সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের তুলনায় ৩১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে কলকাতায়। কম বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। জানা গেছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলেও।