করোনার শীতে’দূরে ঘোরার আনন্দ এবার পাওয়া যাবে শহর কলকাতার বুকেই !

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেষ্ট কলকাতা নিউজ : শীত পড়লেই বহু দূরদূরান্ত যেতে চায় ভ্রমণ প্রিয় বাঙালি। শীতকালে শীতের জায়গা হলে কেমন হয়? ভাবলেই মনের ভেতরটা কেমন রোমাঞ্চে ভরে যায় তাই না? এই সময় তুষার বৃষ্টি দেখা যায় শীতের জায়গায় গেলেই বিশেষ করে যখন বরফ পড়ে সৌন্দর্য তখন যেন বেড়ে যায় বহুগুণ। অনেকেই চায় এই শীতে শুভ্র বরফে স্নিগ্ধ হয়ে ফিরে আসতে। তবে এবার অনেকটাই আলাদা শীত কালটা। মন চাইলেও বাইরে ঘুরতে যাওয়ার কোনো সম্ভাবনা হচ্ছে না করোনা পরিস্থিতির কারণে। তবে বাড়ির কাছে বরফের মজা নিতে চাইলেই আপনি চট করে পৌঁছে যেতে পারেন রাজারহাটে এক্সিস মলে। সেখানে তুষারপাত হচ্ছে এই শীতে। কে না চায় বরফের আনন্দ নিতে।

আপনাকে নিউ টাউন অ্যাক্সিস মলের একদম শেষ তলায় চলে যেতে হবে শীতের ঠান্ডা কে জমিয়ে উপভোগ করতে হলে। পার্কের ভিতর তাপমাত্রা -৩০ ডিগ্রি সেলসিয়াস। তবে আপনাকে গরম পোশাক দেওয়া হবে পার্কে প্রবেশ করার আগে। এমনকি ইগলু পাইন গাছ গুহা সবকিছুই রয়েছে পার্কের ভিতরে।একবার পার্কের ভেতরে ঢুকলে মনে হবে আপনি চলে এসেছেন কোনো বরফের দেশে। স্নো পার্ক খোলা থাকে সকাল ১১ টা থেকে রাত্রি আটটা পর্যন্ত। সবকিছুর জন্য খরচ পড়বে মাত্র চারশ নিরানব্বই টাকা। করোনা পরিস্থিতিতে স্নো পার্ক খোলা হয়েছে সব রকম স্বাস্থ্য বিধি মেনেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *