গুলি চলল হিন্দমোটরে গঙ্গার ঘাটে, গুরুতর আহত হল এক ডিম ব্যবসায়ী
বেস্ট কলকাতা নিউজ : এক দল দুষ্কৃতীদের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে গুলি করার অভিযোগ উঠল হুগলি জেলার হিন্দমোটরে । শুক্রবার ভোরে এই গুলি চালনার ঘটনা ঘটে হিন্দমোটর ঘোষপাড়া গঙ্গার ঘাটে। গুলিবিদ্ধ ব্যক্তির নাম রাজীব সরকার। তাঁর বয়স ৪০ বছর। জানা গেছে তিনি ডিমের ব্যবসা করেন বলে। হিন্দমোটরে ভোরবেলা ডিমের গাড়ি আসে ঘোষপাড়া গঙ্গার ঘাটের কাছে । সেখানে ডিম আনলোডিং হয়। সেই কাজেই অন্য দিনের মতো শুক্রবার ভোরে ঘোষপাড়া গঙ্গার ঘাটে গিয়েছিলেন রাজীব সরকার নামের ওই ডিম ব্যবসায়ী। সে সময় তাঁকে ঘিরে ধরে বেশ কয়েক জন দুষ্কৃতী । এবং এর পরই গুলি করে বলে অভিযোগ। দুষ্কৃতীদের চালানো গুলি লাগে ওই ব্যবসায়ীর গায়ে। গুলি চালিয়ে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। ভোর বলা ডিমের গাড়ি আনলোড করতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ডিম ব্যবসায়ী। হিন্দমোটরে গঙ্গার ঘাটের কাছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় আহত ব্যবসায়ীকে উত্তরপাড়ায় নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁকে একটি নার্সিংহোমে ভর্তি করা হয় । সেখানেই বর্তমানে চিকিৎসাধীন তিনি।
গুলিচালনার ঘটনা নিয়ে গুলিবিদ্ধ ব্যবসায়ী বলেছেন, “আমি প্রতিদিনের মতোই কাজে গিয়েছিলাম। সে সময়৫-৬ এসে ঘিরে ধরে । তাঁদের মুখে গামছা বাঁধা ছিল। আমি কাউকেই চিনতে পারিনি। আমাকে গুলি করে চলে যায়।” গুলি চালনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় উত্তরপাড়া থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত শত্রুতার বা পুরনো বিবাদের জেরেই এই গুলি চালনার ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানায় উত্তরপাড়া থানার পুলিশ।