গোসাঁইপুরে নেতাজি শিশু নিকেতন বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষ উদযাপনের উদ্বোধনে এলেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ
নিজস্ব সংবাদদাতা : গোসাঁইপুরে নেতাজি শিশু নিকেতন বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষ উদযাপনের উদ্বোধনে এলেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ। এদিন তিনি জানালেন শিশুদের মধ্য দিয়ে আগামী দিন আমরা নির্বাচিত করব। আগামী দিনে যাতে মানুষের কোন সমস্যা শিশুদের নিয়ে না তৈরি হয় সেটাই আমাদের দেখা উচিত। প্রত্যেক বাবা-মায়ের দায়িত্ব তাদের বাচ্চাদের সুস্থ পরিবেশ তৈরি করে দাওয়া, সে ঠিকভাবে যাতে বেড়ে উঠতে পারে সেইদিকে নজর রাখা আমাদের দায়িত্ব এবং কর্তব্য।

এদিন তিনি এও বলেন শিশুদের ভবিষ্যৎ তৈরি হয় স্কুলের শিক্ষার মধ্যে দিয়ে। তাই প্রত্যেক বাবা-মায়ের উচিত সন্তানদের চারিদিকে সুস্থ পরিবেশ গঠন করা। তবে একটি শিশু মানসিক সংগঠন তৈরি করতে পারবে। শিক্ষাই হবে তার অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান মাধ্যম। বাচ্চাদের তৈরি করতে এই বাচ্চাদের স্কুলগুলি এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, যেটা অত্যন্ত প্রয়োজন। আমাদের উচিত এদিকে লক্ষ্য রাখা। তবেই আমরা তৈরি করতে পারব শিশুদের ভবিষ্যৎ এবং আগামী দিনের প্রজন্মকে। এদিন এমনটাই জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।