গৌতম দেব , অশোক ভট্টাচার্যের উপস্থিতিতে শিলিগুড়িতে শুরু হল এক অভিনব নাট্যমেলা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি: মেয়র গৌতম দেব এবং প্রাক্তন পুরো মন্ত্রী অশোক ভট্টাচার্যর উপস্থিতিতে শিলিগুড়ির সকল নাট্যদলের সম্মিলিত প্রয়াসে আয়োজিত ২৩তম শিলিগুড়ি নাট্য মেলা ২০২৫-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে। এদিন উপস্থিত দর্শকদের সামনে মেয়র গৌতম দেব জানান শিলিগুড়িতে নাটক ভালবাসেন এমন লোক কম নেই । আজকে মানুষের উপস্থিতি সেটাই প্রমাণ করে দিল। আমরা সবাই যদি নাটক দেখতে শুরু করি, তবে উত্তরবঙ্গের নাটকের জনপ্রিয়তা অনেকটাই বেড়ে যাবে। আমি সবাইকে বললাম আপনারা নাটক দেখুন। আপনারা নাটক দেখলে উত্তরবঙ্গের নাটকের প্রসারতা অনেকটাই বেড়ে যাবে। এদিকে অশোক ভট্টাচার্য বলেন আমরা সবাই নাটক দেখতে আসবো, আপনারা নাটক দেখতে আসুন। সিনেমার পাশাপাশি নাটকও প্রচন্ড ভাবে দরকার। তাহলেই তো নাটকের জনপ্রিয়তা বাড়বে। আজকে যেরকম দর্শক এসেছেন আগামী দিনেও দর্শক আসবেন এটা মনে রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *