গ্যাসে করতে হবে বায়োম্যাট্রিক,চরম সমস্যায় শিলিগুড়ির ডিলারেরা
শিলিগুড়ি : কেন্দ্রীয় নির্দেশ গ্যাসে করতে হবে বায়োম্যাট্রিক তাই অন্যান্য জায়গার মতন সমস্যায় শিলিগুড়ির গ্যাস ডিলারেরা। শিলিগুড়ির আশ্রমপাড়া এবং হাকিমপাড়ার দুই গ্যাস এজেন্সির মালিকেরা জানান এর পক্ষে আমাদের কিছুই বলবার নেই। এতে আমাদের লাভের চাইতে ক্ষতিই হবে বেশী। কারন আমরা এখনো বুঝতেই পারছি না এতে আমাদের কি লাভ হবে অথবা কত খরচ পড়বে। এখন কেন্দ্র যেভাবে নির্দেশ দিচ্ছেন তাতে আমাদের টাকা খরচ করেই এই কাজ করতে হবে। তবে আমাদের কাছে এটাই একটা সমস্যা যে যাদের নামে নামে গ্যাস এজেন্সির মালিকানা আছে তাদের মধ্যে অনেকেরই বয়স হয়েছে, কিভাবে তাদের চোখের মনি এবং হাতের ছাপ মিলিয়ে দেবো। হয়ত মিলবেই না, সেইক্ষেত্রে আমাদের করনীয় কি কি হবে? তাদের কানেকসন যদি বাতিল হয়ে যায় তবে সেই ক্ষেত্রে তো আমাদের বিক্ষোভের মধ্যে পড়ে যেতে হবে।
শিলিগুড়ির আরেক গ্যাস এজেন্সি যেটি হাকিমপাড়ায় অবস্থিত, তার মালিক জানালেন আমাদের পক্ষ্যে একেবারেই অসম্ভব হয়ে পড়বে এইভাবে বায়োম্যাট্রিক পদ্বতিতে কাজ করা। আমরা কাকে বায়োম্যাট্রিক পদ্ধতিতে কাজ করাবো আর কেই বা গ্যাসের প্রতিদিনের কাজ করবে এবং দুই ধরনের কাজ করতে গিয়ে আমাদের কি অশান্তিতে পড়তে হবে সেটাও আমরা জানি। পুরানো গ্রাহকদের গ্যাসের কানেকসন যদি বাতিল হয়ে যায় তবে সেইক্ষেত্রে তার দায়িত্ব এবং দায় কে নেবে? সব গ্যাস এজেন্সির মালিকেরাই এক কথা বলছেন শিলিগুড়িতে। এদিকে কেন্দ্র ফরমান জারী করেছে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে এই কাজ। তাই আরো সমস্যায় পড়ছেন গ্যাস এজেন্সির মালিকেরা। অনেকেই জানিয়েছেন এর ফলে অনেকেই তাদের এজেন্সি বন্ধ করে রাখবেন, কারন অনেকেই ভাবছেন এইভাবে চালালে তাদের মোটা অঙ্কের ক্ষতির সামনে পড়তে হবে। তাই প্রয়োজন মনে করলে তারা তৈরী হচ্ছেন তাদের এজেন্সি বন্ধ করবার দিকে।