ঘন কুয়াশার দেখা মিলছে ভরা বসন্ত কালেও , শীতের আমেজ অব্যাহত জলপাইগুড়িতে
জলপাইগুড়ি : বসন্ত কালে কুয়াশা, জলপাইগুড়িতে শীতের আমেজ অব্যাহত। বেশ কয়েকদিন থেকেই ভোর রাত থেকে কুয়াশায় ঢেকে যাচ্ছে তিস্তা পাড়ের জনপদ! বুধবার সকালেও সেই একই দৃশ্যের সাক্ষী রইলো জলপাইগুড়িবাসী!সকাল থেকেই ঠান্ডা হাওয়া এবং ঘন কুয়াশার কারনে গোটা জলপাইগুড়িতে তাপমাত্রা অনেকটাই কমে যায়। শিলিগুড়িতেও একই অবস্থা। গোটা উত্তরবঙ্গ জুড়ে এদিন সকাল থেকেই ঠান্ডা হাওয়া এবং ঘন কুয়াশার কারনে মানুষ সকাল থেকেই ছিলেন ঘরমুখি।
গত কয়েকদিন থেকে তাপমাত্রা অনেকটাই বেশী ছিল এবং সেই কারনেই মানুষের চিন্তা ছিল এবার গরম পড়তে শুরু করল। তাই আজকে সকাল থেকেই তাপমাত্রা যখন কমে যায় তখন এই আবহাওয়াতেও ঠান্ডা আমেজের সন্ধ্যান পান সাধারন মানুষ। এর পাশাপাশি শিলিগুড়িতেও তাপমাত্রা অনেকটাই নেমে আসে আজ সকাল থেকেই। উঠিয়ে দেওয়া লেপ এবং কম্বল আবার পাততে শুরু করে দেন সাধারন মানুষ। তবে এই আবহাওয়া বেশী দিনের জন্য নয় বলেই জানিয়েছে জলপাইগুড়ি আবহাওয়া দপ্তর। গরম আসা শুধুমাত্র সময় এর অপেক্ষা বলে জানিয়েছে তারা।