ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম না কমায় চরম ক্ষুব্ধ শহর শিলিগুড়ির সাধারণ মানুষজন
শিলিগুড়ি : অনেকেই আশা করেছিলেন এবারে হয়তো ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা হলেও কমবে। তবে সেটা না কমায় চরম অসন্তুষ্ট অনেকেই। এদিকে অনেকেই জানিয়েছেন গ্যাসের দাম কিভাবে এতখানি বেড়ে যায় ? যেখানে ভারতবর্ষের জনসংখ্যার প্রায় ৮০থেকে ৮৫ শতাংশ মানুষ গ্যাস ব্যবহার করে, আবার অনেকেরই মাসে দুটো করে সিলিন্ডার লাগে সমস্যা তৈরি হয় এমনকি সেখানেও । অনেকে আবার এও জানিয়েছেন গ্যাসের এত দাম বেড়ে যাওয়া একেবারেই অনুচিত। বিশেষ করে আমরা যারা সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, আমাদের পক্ষে এত টাকা বের করা কিভাবে সম্ভব? অনেকেই ভেবেছিলেন জানুয়ারি মাসে হয়তো কিছুটা কমে যাবে গ্যাসের দাম। কারণ সামনেই নির্বাচন আছে , আর সেটা না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন অনেকেই । আমাদের এইভাবে সমস্যায় ফেলে কার সুবিধা? গ্যাসের সাথে আমাদের সমস্যা তৈরী হলো। কিন্তু কে দেখবে? আমরা হতাশ, শিলিগুড়িতে এতো মানুষ আছেন সবাই আমরা হতাশ। গ্যাসের দাম যেভাবে বাড়ছে আমাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যাচ্ছে। কিন্তু উপায় নেই, এই ভাবেই থাকতে হবে , এমনটাই জানালেন তারা।


