চন্দ্রগ্রহণ দেখাতে গ্রামে হাজির হল বিজ্ঞান মঞ্চ, চা-বিস্কুট খাওয়া হল মনের কুসংস্কার ভাঙতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শহরাঞ্চল তো বটেই, এবার গ্রামের মানুষদের সচেতন করতে দূরবীন চোখে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার শিবির করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। পশ্চিম বর্ধমানের কুলটির মিঠানি গ্রামে এই শিবিরে আট থেকে আশি সবারই উৎসাহ চোখে পড়ল। শুধু তাই নয়, কুসংস্কার দূরীকরণের বার্তা দিতে গ্রহণকালে খাওয়া হল চা-বিস্কুট। চলল কুইজ। বিজ্ঞান বিষয়ক নানা আলোচনা।

রবিবার রাতে ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারত থেকে এই দৃশ্য খুব স্পষ্টভাবে দেখা গিয়েছে। চাঁদের রং পরিবর্তন নিয়ে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পশ্চিম বর্ধমান জেলায় 11টি জায়গায় শিবির করে চন্দ্রগ্রহণ দেখার ব্যবস্থা করেছিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। সেইমতো শুধুমাত্র শহরাঞ্চল নয়, গ্রামের মানুষদেরও সচেতন করতে দূরবীন নিয়ে এই চন্দ্রগ্রহণ দেখার ক্যাম্প করা হয় আসানসোলের কুলটির মিঠানি গ্রামে।

রবিবার রাতে মিঠানির স্কুলমাঠে দূরবীন নিয়ে খুদে পড়ুয়া থেকে শুরু করে বয়স্করাও পূর্ণ চন্দ্রগ্রহণের সাক্ষী থাকে ৷ রাত 9টার পর থেকে মিঠানি স্কুল মাঠে ভিড় জমে যায় চন্দ্রগ্রহণ দেখার জন্য। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের অন্তর্গত আচার্য জগদীশচন্দ্র বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে এই চন্দ্রগ্রহণ দেখার জন্য ব্যবস্থা করা হয়। পড়ুয়া থেকে শুরু করে গৃহবধূরা এমনকী বয়স্করাও দূরবীন চোখে চাঁদের ঢেকে আসা প্রত্যক্ষ করেন। বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে চন্দ্রগ্রহণের কারণ ছাত্র, ছাত্রীদের মধ্যে সহজ করে বুঝিয়ে দেন বিজ্ঞান কর্মীরা। এদিন শুধু গ্রহণ দেখাই নয়, পাশাপাশি কুইজের আয়োজন করা হয়েছিল ছাত্রছাত্রীদের জন্য। ছিল পুরস্কার। এছাড়াও বিজ্ঞানভিত্তিক নানা আলোচনা হয় খেলার ছলে। ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান কর্মীরা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেন কীভাবে চন্দ্রগ্রহণ হয় ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *