চরম অমানবিক মানসিক অত্যাচার, আর কাজ করব না !’ জানাল ক্ষুব্ধ বিএলও’রা
বেস্ট কলকাতা নিউজ : এসআইআর-এর কাজ একেবারে শেষ পর্যায়ে ৷ কিন্তু, তার মধ্যেও বিএলও-দের প্রতিদিনই নতুন-নতুন কাজ দেওয়া হচ্ছে ৷ আর তার জেরে মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়ছেন বিএলও’রা ৷ এমনকি অমানবিক মানসিক অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা ৷ তারই প্রতিবাদে এবং এসআইআর-এর কাজ না-করার দাবিতে বিডিও দফতরের বাইরে অবস্থান-বিক্ষোভ দেখালেন পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের বিএলও-র দের একাংশ ৷এদিকে অবস্থান-বিক্ষোভ চালানো বিএলও-রা এ দিন বিডিও-কে জানিয়েছেন, তাঁরা আর নতুন করে কোনও দায়িত্ব নিতে পারবেন না ৷ গত ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে এসআইআর-এর কাজ ৷ এসআইআর-এর এন্যুমারেশন ফর্ম ভোটারদের বাড়ি-বাড়ি পৌঁছে দেওয়া ও তা পুনরায় সংগ্রহ করতে বলা হয় বিএলও-দের ৷ প্রয়োজনে ফর্ম ফিল-আপে সাহায্য করতে বলা হয় বিএলও-দের ৷

পরবর্তী সময়ে বিএলও অ্যাপে সংগ্রহ করা ফর্মের তথ্য ডিজিটাইজড করতে বলা হয় ৷ যা নিয়ে প্রায় সর্বত্রই বিক্ষোভ দেখান বিএলও-র দের একাংশ ৷ তবে, বিক্ষোভ-আপত্তি সত্ত্বেও এন্যুমারেশন ফর্মের তথ্য ডিজিটাইজ করেন তাঁরা ৷ এবার বিএলও-দের অভিযোগ, বেশ কিছু ভোটারের ফর্ম আবার নতুন করে পরীক্ষা করা এবং তাঁদের নথি সংগ্রহ করতে বলা হচ্ছে ৷ এখানেই আপত্তি জানিয়েছেন আন্দোলনকারী বিএলও-রা ৷ এছাড়াও, বিএলও অ্যাপে প্রতিদিনই নতুন-নতুন আপডেট আসছে ৷ সেগুলিও আপডেট করার নির্দেশিকা আসছে ৷ যার ফলে বিএলও-রা প্রচণ্ড মানসিক চাপের মধ্যে রয়েছেন বলে দাবি করা হয়েছে ৷ শুক্রবার সালানপুর ব্লকের কয়েকজন বিএলও, বিডিও দফতরের সামনে ধরনা, অবস্থান করেন ৷ তাঁদের দাবি, তাঁরা যতদূর কাজ করেছেন, তারপরে আর নতুন করে কোনও কাজ করতে পারবেন না ৷ এই মানসিক চাপ তাঁরা নিতে পারবেন না-বলে জানিয়েছেন আন্দোলনকারী বিএলও-রা ৷

