চরম কাল হল মেলায় যাওয়াটাই ! গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মর্মান্তিক মৃত্যু এক যুবতীর, আহত হল একাধিক
বেস্ট কলকাতা নিউজ : গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মর্মান্তিক মৃত্যু হল এক যুবতীর । এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন বাকিরাও । সিলিন্ডার ফেটে মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সমগ্র এলাকায়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদীয়ার কল্যানী থানার ঘোড়াগাছা এলাকায়। রাত ১২টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, মৃত যুবতীর নাম মুসকান মন্ডল (২৪)। মৃত যুবতীর শাশুড়ি জানান, ‘রাতে খাওয়া-দাওয়া করে বলল মা একটু মেলা থেকে ঘুরে আসছি। ঘরের পাশেই মেলা তাই একটু রাতে বেড়িয়েছিল।’ পরিবার সূত্রে জানা গিয়েছে, মুসকানের একটি সন্তানও রয়েছে।

এদিকে পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘোড়াগাছা স্কুলের মাঠে মিলন মেলা চলছিল। সেখানে একটি স্থানীয় ক্লাবের পাশে গ্যাস বেলুনের পসরা সাজিয়ে বিক্রি করছিল দুজন। তখনই ঘটে যায় এক চরম বিপত্তি। বাড়ি থেকে মুসকান পরিবার তার সঙ্গেই গিয়েছিল। ওই গ্যাস বেলুনের সিলিন্ডারের কাছে দাঁড়িয়ে ছিল সে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় বিপত্তি। যদিও ওই সময় লোক কম থাকায় ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে জানায় মেলা কর্তৃপক্ষ। সেই সময় হঠাৎ করে সিলিন্ডার ফেটে জখম হন চারজন। তাদেরকে কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে একজনের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত তিনজনের মধ্যে একজন বেলুন বিক্রেতা এবং তাঁর ভাই রয়েছেন। এছাড়াও রয়েছেন আরও একজন। এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। অবশেষে
গোটা ঘটনার তদন্তে নামে কল্যানী থানার পুলিস। এদিকে ঘটনার পর মেলা বন্ধের নির্দেশ দেয় স্থানীয় প্রশাসনও।