চরম বেহাল অবস্থা শিলিগুড়ি হাসপাতালে, অনুরোধ, আদেশ করেও পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা
শিলিগুড়ি : আদেশ এবং অনুরোধ করেও কোন লাভ হচ্ছে না, পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ রোগীরা, শিলিগুড়ি হাসপাতালেও সেই একই চিত্র। আউটডোরে লোক নাই, এমার্জেন্সিতে লোক থাকলেও কাজ হচ্ছে তবে সময় নিয়ে। শিলিগুড়ি জেলা হাসপাতালে সাধারণ মানুষ আসেন সবচাইতে বেশি, এদের মধ্যে নৌকা ঘাট, ফুলবাড়ি, এবং বাগডোগরা থেকেও আসেন সাধারণ মানুষ। যাদের কাছে জেলা হাসপাতালের ভাড়া টাও জোগাড় হয় খুব কষ্ট করে।
একদিন না আসলে এবং চিকিৎসা না পেলে, তাদের দুর্দশা আরও চরমে ওঠে। এদিন জেলা হাসপাতালে গিয়েও দেখা গেল, হতাশ এবং ক্ষিপ্ত সাধারণ মানুষ। তাদের একটাই প্রশ্ন? আর কতদিন ভুগতে হবে আমাদের? আমাদের সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, আমরা পরিষেবা পাচ্ছিনা, এর জন্য দায়ী কে থাকবে? আমাদের কাছে অত টাকা নাই যে বড় বড় নার্সিংহোম এবং ডাক্তারের কাছে যাব, একদিনের কাজ বন্ধ করে আসি আমরা, আমাদের কথাই বলতে দেওয়া হয়নি। যেটা ঘটেছে সেটা নিন্দার ভাষা নেই, কিন্তু তা বলে আমরা দিনের পর দিন কেন ভুগে যাব ? হাসপাতাল সুপার এর সাথে যোগাযোগ করতে চাইলে কিরে ব্যস্ত আছেন বলা হচ্ছে। রোগীদের একটাই প্রশ্ন, তাহলে আমরা যাব কোথায়?