চরম ভয়াবহ বিস্ফোরণ দিল্লির প্রাণকেন্দ্রে, কড়া তল্লাশি শুরু হল বাংলা-ঝাড়খণ্ড সীমানায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণের জেরে রেড-অ্যালার্ট জারি করা হয়েছে সাড়া দেশে । হাই-অ্যালার্ট জারি করা হয়েছে পশ্চিমবঙ্গেও ৷ আন্তর্জাতিক সীমান্ত এবং অন্তর্দেশীয় সীমানা থাকায় ইতিমধ্যেই রাজ্যের উত্তরের জেলায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ৷ এবার বাংলা-ঝাড়খণ্ড সীমানায় তল্লাশি অভিযান শুরু করল পুলিশ ৷ ১৯ নম্বর জাতীয় সড়কের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ চেকপোস্ট ডুবুরডিহিতে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর তল্লাশি অভিযান । ভিন রাজ্য থেকে এই রাজ্যে আসা প্রত্যেকটি গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে । বাদ যাচ্ছে না এমনকি মোটরবাইকও । যাত্রীরা কোথা থেকে আসছেন এবং কোথায় তাঁদের গন্তব্য, তা নথিভুক্ত করা হচ্ছে । রাজ্যবাসীর নিরাপত্তায় সোমবার রাত থেকেই তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের কুলটি থানার পুলিশ এবং কুলটি ট্রাফিক গার্ডের তরফে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে । কুলটি থানার এসিপি জভেদ হোসেন জানান, অত্যন্ত গুরুত্বসহকারে ভিন রাজ্য থেকে আসা গাড়িগুলিকে পরীক্ষা করা হচ্ছে । এই রাজ্যে যাতে কোনও রকমের নাশকতার ঘটনা না-ঘটে, সেই কারণেই এমন উদ্যোগ । জনসাধারণ পুলিশের সঙ্গে সহযোগিতা করুন এমনটাই কাম্য । ভিন রাজ্য থেকে আসা প্রতিটি গাড়ির ডিকি খুলে চলছে তল্লাশি ৷ বাদ যাচ্ছে না যাত্রীদের ব্যাগপত্র, জামা কাপড় এবং অন্যান্য সামগ্রী ৷ ভিন রাজ্য থেকে আসা বড় বড় ট্রাক এবং মোটরবাইকেও চলছে তল্লাশি ৷ বাদ যাচ্ছেন না চিকিৎসকের গাড়িও ৷

মূলত গতকাল সোমবার সন্ধ্যা ৬ টা ৪৮ মিনিটে দিল্লির লালকেল্লা মেট্রো ১ নম্বর স্টেশনের সামনে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে ৷ ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে । আহত বেশ কয়েকজন ৷ তদন্তে জানা গিয়েছে, বিস্ফোরণের প্রায় ৩ ঘণ্টা আগে থেকে লালকেল্লার পার্কিংয়ে দাঁড়িয়েছিল গাড়িটি ৷ এরপর এলাকায় ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে গাড়িটিকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ৷ চলন্ত অবস্থাতেই গাড়িটিতে বিস্ফোরণ ঘটে ৷ এদিকে বিস্ফোরণের জেরে আশেপাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে নিমেষের মধ্যে আগুন ধরে যায় । দিল্লি পুলিশের পাশাপাশি ইতিমধ্যেই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে এনএসজি এবং এনআইএ-এর উপর ৷ ভয়াবহ এই ঘটনায় কোনো রকম জঙ্গি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ এদিকে ঘটনার আঁচ ছড়িয়ে পড়েছে সাড়া দেশেই ৷ একাধিক শহরে চলছে নাকা চেকিং ৷ পশ্চিমবঙ্গেও জারি করা হয়েছে হাই-অ্যালার্ট ৷ কলকাতা মেট্রো স্টেশন, বড় বড় হোটেল, বাস টার্মিনার্স, রেলওয়ে স্টেশন-সহ জনবহুল এলাকাগুলিতে চলছে কড়া তল্লাশি ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *