চরম মর্মান্তিক ঘটনা ! স্ত্রীকে ভিডিয়ো কল করে অবশেষে আত্মঘাতী হল শিলিগুড়ির ১ যুবক

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : স্ত্রী কে ভিডিও কলে ফোন করে আত্মঘাতী হল শহর শিলিগুড়ির এক যুবক। নাম খগেন্দ্র চক্রবর্তী, জানা গেছে পিংকি দাস নামে তার থেকে এক পাঁচ বছর বড় মহিলাকে বিয়ে করে ওই যুবক এমনকি যার দশ বছরের একটি সন্তানও আছে। এদিকে বিয়ের পর থেকেই দুজনের মধ্যে ঝামেলা ক্রমশ লেগেই থাকতো, প্রতিদিনই প্রায় ঝামেলা চলতো। ঝামেলা কারণে ওই যুবক কাজের জাগায় পৌঁছে যেত নির্দিষ্ট সময়ের আগেই। এদিকে তার স্ত্রীর সাথে ফের ঝামেলা হয় তার । তার স্ত্রী ঝামেলার পরে বাপের বাড়ি চলে যায়। দু এক দিন পর ওই যুবক ভিডিও কলে স্ত্রীকে ফোন করে, এবং বাড়ি ফিরে আসতে বলে। কিন্তু তার স্ত্রী মানতে নারাজ হওয়ায় সে আত্মহত্যা করবে বলে জানায় এমনকি হুমকিও দেয় সে নিজেকে শেষ করে ফেলবে, তার স্ত্রী ঘটনাটি শুনে ওই যুবকের দিদিকে বিষয়টি বিস্তারিত জানায়। ততক্ষণে ওই যুবক ভিডিও কলিং করে আত্মঘাতী হয়। তার পরিবারের লোকেরা তাকে প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতাল এবং পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যায়, সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

এদিকে যুবকের দিদি জানান এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও তার স্ত্রী আসেনি বাড়িতে, উধাও হয়ে গেছেন এমনকি তার আত্মীয়রাও। বারবার ফোন করলে ফোনেও পাওয়া যায়নি । ওই যুবকের দিদি আরো অভিযোগ করেন, অনেকবার তার ভাই মানিয়ে নিয়ে সংসার করতে চেয়েছিল, কিন্তু তার স্ত্রী কিছুতেই সংসারের দিকে মন দেয়নি। তাই চরম হতাশ হয়ে তার ভাই আত্মহত্যা করে বলেই অভিযোগ করে তার দিদি। অবশেষে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *