চরম মর্মান্তিক দুর্ঘটনা জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে, মুম্বইয়ে মুর্শিদাবাদের চার পরিযায়ী শ্রমিককের মৃত্যু হল ভয়াবহ বিষাক্ত গ্যাসে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মুম্বইয়ের নাগপাড়া এলাকায় একটি গগনচুম্বী বহুতলের বেসমেন্টে অবস্থিত জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে সেখানে জমে থাকা বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের চার পরিযায়ী শ্রমিকের। অসুস্থ আরও এক শ্রমিক। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মৃত ওই পরিযায়ী শ্রমিকদের নাম হাসিবুল শেখ (১৯), রাজা শেখ (২০), জিয়াউল শেখ (৩৬ )এবং ইমানদার শেখ (৩৮)। মৃত পরিযায়ী শ্রমিকদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি বহরমপুর থানা এলাকার বিভিন্ন গ্রামে। ইমানদারের বাড়ি মুশিদাবাদের বড়ঞাঁ থানা এলাকার হরিবাটি গ্রামে। জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বুরহান (৩১) নামে আরও এক শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি মুম্বইয়ের জে জে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা জানান, সোমবার সন্ধ্যা নাগাদ আমরা গোটা ঘটনার কথা জানতে পেরেছি। পরিবারের আর্থিক হাল ফেরানোর জন্য বছর খানেক আগে হরিবাটির ইমানদার মুম্বইয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করার জন্য গিয়েছিলেন। তিনি আরও জানান, মুম্বাইয়ের বহুতলের বেসমেন্টে অবস্থিত জলের ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য মুর্শিদাবাদের চারজন শ্রমিক একে একে নেমেছিলেন কিন্তু ট্যাঙ্কটি দীর্ঘদিন পরিষ্কার না করে বন্ধ অবস্থায় ফেলে রাখায় তার মধ্যে বিষাক্ত গ্যাস জমে ছিল। তৃণমূল বিধায়ক বলেন, ”শ্রমিকরা একে অন্যকে বাঁচানোর জন্য ওই জলের ট্যাঙ্কের মধ্যে নেমেছিলেন। কিন্তু সেখানে জমে থাকা বিষাক্ত গ্যাসে তাঁরা একে একে অসুস্থ হতে থাকেন। পরবর্তীকালে তাঁদেরকে অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন। দেহগুলো রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *