চরম যৌন হেনস্থা একাধিক ছাত্রীকে, শেয়ার আপত্তিকর ভিডিও, অবশেষে ফাঁস হল যোগীরাজ্যের অধ্যাপকের মহান কুকীর্তি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দিনের পর দিন ছাত্রীদের চরম যৌন হেনস্থা। চাকরির টোপ দিয়ে সঙ্গমে লিপ্ত হওয়া। সেই ছাত্রীদের অশ্লীল ভিডিও তুলে পর্ন সাইটে আপলোড করার মতো গুরুতর অভিযোগ উঠলো যোগীরাজ্যের এক অধ্যাপকের বিরুদ্ধে। অবশেষে ফাঁস হল তাঁর কুকীর্তি। কেচ্ছা সর্বসমক্ষে ফাঁস হতেই পলাতক অধ্যাপক। তাঁর খোঁজে তল্লাশি অভিযান নামে পুলিশ।

এদিকে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের হাথরাসের পিসি বাগলা ডিগ্রি কলেজের ভূগোলের অধ্যাপক রাজনীশ কুমারের বিরুদ্ধে একাধিক ছাত্রী যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। পুলিশ জানিয়েছে, গত ১৮ মাসে তাঁর বিরুদ্ধে পাঁচজন ছাত্রী যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছেন। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ গ্রহণ করেনি করেনি। সম্প্রতি ন্যাশনাল কমিশন ফর উইমেনে নাম গোপন করে এক ছাত্রী অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ জানান।

অভিযোগে জানানো হয় , এখনও পর্যন্ত চাকরি, পরীক্ষায় ভাল মার্কসের লোভ দেখিয়ে ৩০-এর বেশি ছাত্রীকে যৌন হেনস্থা করেছেন ওই শিক্ষক। যৌন হেনস্থার ভিডিও তুলে পর্ন সাইটে আপলোড করতেন তিনি। পুলিশ ইতিমধ্যেই অধ্যাপকের ফোন থেকে ৬৫টি অশ্লীল ভিডিও উদ্ধার করেছে। তার মধ্যে কয়েকটি কলেজের ছাত্রীদের ভিডিও রয়েছে। ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে অধ্যাপকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তাঁর খোঁজে তল্লাশি চালাতে পুলিশ তিনটি টিম গঠন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *